স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মেদিনীপুর শহরের কোতোয়ালী থানার অন্তর্গত, নজরগঞ্জ জানাপাড়ায় একটি পরিত্যক্ত পুকুর বা জলাশয়ের জলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকার ছেলেরা (West Medinipur News)। জানা পাড়ার মাঠে খেলতে গিয়ে তারা মাঠের পাশে পুকুরে এই অপরিচিত ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। ঘটনার কথা চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় মানুষদের পক্ষ থেকে খবর দেওয়া হয় কোতোয়ালী থানায়। সন্ধ্যা নাগাদ কোতোয়ালী থানার পুলিশ গিয়ে জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা জানান, ওই ব্যক্তি এলাকার নয়। তবে, কিভাবে বা কোথা থেকে ওই ব্যক্তির মৃতদেহ এই পুকুরে এলো, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সাথে মৃত ব্যক্তির নাম পরিচয় এবং বাড়ির ঠিকানা জানার জন্য বিভিন্ন দিকে খোঁজ খবর নিতে শুরু করেছে কোতোয়ালী থানার পুলিশ।
advertisement
Partha Mukherjee