ঘাটাল পুরসভায় চেয়ারম্যান হিসেবে তুহিনকান্তি বেরা, ভাইস চেয়ারম্যান অজিত দে শপথ নেন। রামজীবনপুর পৌরসভায় পুরপ্রধান হিসেবে রানা তেওয়ারি ও উপপুরপ্রধান হিসেবে শপথ নেন শিউলি ভট্টাচার্য। চন্দ্রকোণায় পুরপ্রধান হিসেবে প্রতিমা পাত্র উপ পুরপ্রধান হিসেবে শপথ নেন মেনকা ধাড়া। ক্ষীরপাই পুরসভায় পুরপ্রধান হিসেবে দুর্গাশঙ্কর পান এবং উপ পুরপ্রধান হিসেবে শপথ নিলেন আল্পনা পাত্র।
advertisement
খড়ার পুরসভায় বুধবার পুরপ্রধান হিসেবে সন্ন্যাসী দোলই এবং উপ পুরপ্রধান হিসেবে শপথ নিলেন পূর্বা ভুঁইয়া। এছাড়াও সাতটি পৌরসভার সমস্ত কাউন্সিলরদেরও এদিন শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসকেরা। মেদিনীপুর পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি, বিধায়ক জুন মালিয়া, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিষ হুদাইত সহ অন্যান্য নেতৃবৃন্দ। বুধবার জেলার সাত পৌরসভায় পৌরপ্রধান ও উপ পৌরপ্রধান এবং সমস্ত কাউন্সিলরের শপথ গ্রহণের পর প্রতিটি পৌরসভায় একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন পাশাপাশি সকলেই অঙ্গীকার করেন আগামী পাঁচ বছর পৌরবাসীর বিভিন্ন সমস্যার সমাধান ও পৌর পরিষেবা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবেন। বেশ কিছু জায়গায় আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।