অন্যদিকে, আই এস সি (ISC) বা দ্বাদশের পরীক্ষায় মেদিনীপুর শহরের এই নামকরা ইংরেজি মাধ্যম স্কুল, বিদ্যাসাগর শিশু নিকেতনের পরীক্ষার্থী ছিল- ৯৬ জন (ছাত্রী ৪০ জন ও ছাত্র ৫৬ জন)। এর মধ্যে, ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ১৩ জন (৯ জন ছাত্রী, ৪ জন ছাত্র)। ১৭ জন ছাত্র-ছাত্রী ৯০ থেকে ৯৪.৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে। সবমিলিয়ে ৩০ জন ছাত্র-ছাত্রী ৯০ শতাংশের অধিক নম্বর পেয়েছে। ৪৪ জন ছাত্র-ছাত্রী ৮০ থেকে ৮৯.৯ শতাংশ নম্বর পেয়েছে। বাকি ২২ জন ছাত্র-ছাত্রী ৬০ থেকে ৭৯.৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে। বিদ্যাসাগর শিশু নিকেতনের এই ফলাফলে খুশি জেলার শিক্ষিত ও সচেতন নাগরিকরা। ফলাফলে সন্তুষ্ট বেশিরভাগ অভিভাবক-অভিভাবিকারাও। ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
advertisement
Location :
First Published :
July 26, 2021 11:51 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
দশমে প্রায় ৬০ শতাংশ পরীক্ষার্থী ৯০ শতাংশের উপরে! দ্বাদশেও নজরকাড়া সাফল্য বিদ্যাসাগর শিশু নিকেতনের