স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাতির একটি পাল রঞ্জা বিটের রঞ্জার জঙ্গল সংলগ্ন রাজ্য সড়ক (গোয়ালতোড়-পিড়াকাটা) পারাপার করছিল। সেই সময় কিছু যুবক বিভিন্নভাবে হাতির পাল'কে উত্ত্যক্ত করছিল! হঠাৎই একটি হাতি তেড়ে যায় উত্তেজিত জনতার দিকে। অনেকেই পালিয়ে গেলেও রবিলাল নামে ওই যুবক দাঁতালের সামনে পড়ে যায়! তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এরপরই সমবেত লোকজন একসাথে সকলে মিলে ওই হাতিটিকে তাড়া করলে, হাতিটি জঙ্গলে প্রবেশ করে। বরাত জোরে প্রাণে বেঁচে যায় ওই যুবক। খবর দেওয়া হয় বনদপ্তরে। ওই যুবককে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ-ও। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, "হাতিকে উত্যক্ত করা বা হাতির পালের কাছাকাছি যাওয়া থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে হবে। বারবার এই বিষয়ে প্রচার করা হচ্ছে। এদিন ওই যুবক আহত হয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও খবর পেয়েছি। তবে, বড় বিপদ-ও হয়ে যেতে পারত!"
advertisement
Partha Mukherjee