আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ থাকার কারণে আগামী সোমবার থেকে উপকূলীয় পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগণা জেলার পাশাপাশি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়েও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তারপরে নিম্নচাপটি ক্রমশ অগ্রসর হবে তামিলনাড়ুর দিকে। এ দিকে, নিম্নচাপের প্রভাবে শীতল উত্তুরে হাওয়ার দাপট কমবে; বাড়বে পুবালি হাওয়ার দাপট। যার জেরে জলীয়বাষ্প পূর্ণ হাওয়া এবং মেঘলা আকাশের ফলে তাপমাত্রাও বৃদ্ধি পাবে!
advertisement
এ দিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও প্রশাসন এবিষয়ে সজাগ রয়েছে। সঠিক সময়ে প্রশাসনের তরফে সতর্কতা বার্তা জারি করা হবে। তবে উপকূলবর্তি এলাকা গুলিতে নজর রাখা হয়েছে। ফলে আবহাওয়া খারাপ হওয়ার পূর্বাভাস দেখা গেলেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা প্রশাসনের তরফে।