স্থানীয়দের অভিযোগ, কোম্পানি বন্ধ হয়েছে অনেকদিন। কিন্তু কোম্পানির অধীনে থাকা কলোনির বাসিন্দাদের কথা চিন্তা করেনি প্রশাসন। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই কলোনির মানুষের দুর্ভোগের জন্য তারা দুষছেন কেন্দ্রীয় সরকারকে। তারা বলছেন, এলাকাবাসীর ন্যূনতম প্রয়োজনের জল ও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত। এখন মানুষ কোথায় যাবেন, কিভাবে জীবন যাপন করবেন, তা খুঁজে পাচ্ছেন না। করোনা অতিমারীর সময়ে, জল বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনাকে, চূড়ান্ত অমানবিক বলে দাবি করছেন তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সদ্য সম্পন্ন হওয়া বিধানসভা নির্বাচনে, আসানসোল পশ্চিমের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল আশ্বাস দিয়েছিলেন, তিনি সমস্যার সুরাহা করে দেবেন। এলাকার মানুষের ভোটে তিনি নির্বাচন জিতেছেন। বিধায়ক হয়েছেন। তবে ভুলে গিয়েছেন এলাকাবাসীর কথা। ওয়াগন কলোনির জল ও বিদ্যুৎ সমস্যা মেটাতে এখনও সেইভাবে উদ্যোগী হননি তিনি। ফলে সব মিলিয়ে দুর্দশায় দিন কাটছে ওয়াগন কলোনির বাসিন্দাদের। তারা চাইছেন স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ। অল্প সময়ের জন্য বিদ্যুৎ এবং জল নয়, তারা চাইছেন স্থায়ী সমাধান।
advertisement
Nayan Ghosh
