এবার থেকে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপের মানুষের দুয়ারে করোনা ভ্যাকসিন নিয়ে বিশেষ বোটপৌঁছে যাবে দ্বীপের ঘাটে ঘাটে। সেই বোট থেকেই করোনার ভ্যাকসিন দেওয়া হবে স্থানীয় বাসিন্দাদের। জেলায় দুটি ভ্যাকসিনেশন বোটচালু হল জল পথে। এই বোটজল পথে পৌঁছে যাবে বালি, গোসাবা, সাতজেলিয়া, চন্ডীপুর, কচুখালি, ছোট মোল্লাখালি, রাধানগর -তারানগর, মৌসুনি, ঘোড়ামারা, জি প্লট, কে প্লট সহ বিভিন্ন দ্বীপ গুলিতে। এদিনের অনুষ্ঠানে জেলা শাসক পি উলগানাথ বলেন জনগণের সুরক্ষার্থে জল পথে চালু হল করোনা ভাইরাসের টিকাকরণের ভ্যাকসিনেশন বোট। আজ গোসাবা ব্লকের কুমিরমারি দ্বীপে জল পথে ১০০ জনের টিকাকরণ হয়। এই জেলায় জল পথে দুটি ভ্যাকসিনেশন বোটচালু হল।একটি বোটজল পথে গোসাবার ৯ টি দ্বীপে এবং আরও একটি বোটপাথর প্রতিমা, নামখানা,সাগর দ্বীপ গুলিতে কাজ করবে ভ্যাকসিনেশনের। জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হয়েছে দুয়ারে ভ্যাকসিন। আর এই ভ্যাকসিন মানুষের দুয়ারে পৌঁছে দিতে এবার সুন্দরবনের জল পথে চালু হল ভ্যাকসিনেশন বোট।ফলে ভ্যাকসিনের টিকাকরণে উপকৃত হবে হাজার হাজার মানুষ।
advertisement