ওই সিসি ক্যামেরার ফুটেজ এ যে দুষ্কৃতীদের দেখা গেছে, গতকাল সেই দুষ্কৃতীরাই মোটরসাইকেলে চড়ে অসীম সাহার বাবা অরুণ সাহার মুদিখানা দোকানে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করে, সিসিটিভি ফুটেজ পুলিশকে তিনি দিয়েছেন কিনা। বিপদ বুঝে তার ছেলেকে ডাকতে গেলে তার আগেই দুষ্কৃতীরা অরুণ সাহার দোকান ভাঙচুর করা শুরু করে। তাকে অকথ্য ভাষায় গালাগালি করে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও প্রকাশ্যে অসীম সাহার ডাটা এন্ট্রি দোকানে দুটি কম্পিউটার, প্রিন্টার ,স্ক্যানার, জেরক্স মেশিন ,ল্যাপটপ সবকিছু ভেঙে তছনছ করে। নষ্ট করে প্রচুর জিনিসপত্র। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি করেছে দুষ্কৃতীরা, বলে অভিযোগ করেন অসীম সাহা। দুষ্কৃতীরা মারার হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি। দোকানের ড্রয়ারের সমস্ত টাকা পয়সাও নিয়ে যায়। তিনি বলেন দুষ্কৃতীদের ভাঙচুর করার ফুটেজ সমস্তই তাঁর কাছে আছে। মোটামুটি ভাবে সব দুষ্কৃতীদের ই শনাক্ত করতে পেরেছেন তিনি।
advertisement
