TRENDING:

এবছরও বন্ধ রথযাত্রা, করোনা বিধি মেনেই বারুইপুরে হচ্ছে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের পুজো

Last Updated:

রথের অনুষ্ঠান বন্ধ থাকলেও প্রত্যেকে সামাজিক দূরত্ব মেনে মন্দিরে জগন্নাথ দেবের পুজো দিয়ে বাড়ি ফিরছেন নিরাশ হয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা:  আগে দালানে বসত নহবত। নবদ্বীপ থেকে আসতেন বৈষ্ণব সন্ন্যাসীরা। দূর-দূরান্তের মানুষের ভিড়ে জমে উঠত দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঐতিহ্যবাহী রায়চৌধুরী বাড়ির রথ যাত্রায়। প্রায় ৩০০ বছর আগে  বারুইপুরের এই রথ যাত্রার সূচনা হয়। সেই থেকে এখনও জমিদার বাড়ির রীতি রেওয়াজ মেনেই ধুমধাম করে পালিত হয়ে আসছে রথযাত্রার অনুষ্ঠান। কিন্তু গত বছর থেকে করোনা অতিমারির কারণে বন্ধ রথযাত্রা। এবারেও প্রশাসনিক নির্দেশ মেনে রথ যাত্রা বন্ধ রেখেছেন রায়চৌধুরী পরিবারের সদস্যরা৷ তবে মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজোতে কোন খামতি রাখা হচ্ছে না। পুজো দিতে গেলেও মানতে হচ্ছে করোনা বিধি। আগে রথ উপলক্ষে এলাকায় বিশাল মেলা বসত। এবারে সব বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
advertisement

সোমবার থেকে রায়চৌধুরী বাড়ির মন্দিরের সামনে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। রথের অনুষ্ঠান বন্ধ থাকলেও প্রত্যেকে সামাজিক দূরত্ব মেনে মন্দিরে জগন্নাথ দেবের পুজো দিয়ে বাড়ি ফিরছেন নিরাশ হয়ে। রায়চৌধুরী বাড়ির বর্তমান কর্তা অমিয়কৃষ্ণ রায়চৌধুরী বলেন, \'জমিদারি বিলীন হলেও জৌলুসে খমতি থাকেনি। প্রাচীন রীতিমেনেই রথ যাত্রা করি আমরা। কিন্তু করোনার কারণে গত বছর থেকে রথ যাত্রা বন্ধ। এবছরও বিশেষ শতর্কতা নিয়ে কেবল পুজোর আয়োজন করা হয়েছে।\'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ওজন কমাতে গিয়ে ঘুরে গেল ভাগ্য! পাওয়ার লিফটিংয়ে সোনা জয় আসানসোলের মেয়ের
আরও দেখুন

জানা যায়, প্রায় ৩০০ বছর আগে জমিদারি হাতে পেয়েছিলেন রাজবল্লভ চৌধুরী।  বারুইপুরে আদিগঙ্গার পাড়ে প্রাসাদসম বাড়ি, ঠাকুরদালান ও সেরাস্তা তৈরি করিয়ে ছিলেন তিনি।  তাঁর জমিদারি সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ছিল। কর্নওয়ালিশের আমলে সেই জমিদারি ফুলে ফেঁপে ওঠে। কথিত আছে, একদিন রাজবল্লভের ইচ্ছে হয় পুরিতে জগন্নাথ দেবের দর্শনে যাবেন। কিন্ত রাতে স্বপ্নাদেশে পেয়ে নিজের বাড়িতেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করে রথ যাত্রার সূচনা করেছিলেন। সেই থেকে এখনও নিয়ম মেনে চলছে বারুইপুরের রায়চৌধুরী বাড়ির রথ যাত্রা। একসময় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বেশ কিছুদিন এই বাড়িতেই অবস্থান করেছিলেন। \'দুর্গেশ নন্দিনী\' উপন্যাসের বড় অংশই এই বাড়িতে বসে লেখা হয়েছিল বলেও কথিত আছে।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
এবছরও বন্ধ রথযাত্রা, করোনা বিধি মেনেই বারুইপুরে হচ্ছে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল