ম্যানগ্রোভ কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সুন্দরবনকে ইয়াসের মত এ ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের থেকে বাঁচতে সাহায্য করে সে বিষয়টিকেও তুলে ধরা হয়। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার জানান, সুন্দরবন পুলিশ জেলার নদী ও সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় মোট ৪০০০০ ম্যানগ্রোভ চারা লাগানোর পুলিশি উদ্যোগ এর পাশাপাশি এলাকার সমস্ত মানুষকে চার লক্ষ চারা লাগানোর অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যেই সুন্দরবন লাগোয়া বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠন ও প্রশাসনিক তরফেও ম্যানগ্রোভ রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে জোর কদমে। এরপর পর্যায়ক্রমে এরকম বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হবে বলেও আশা রাখেন তিনি। এই দিনের কর্মসূচি অনুযায়ী পুলিশ সুপার সহ অতিথিরা মুড়িগঙ্গা নদীর পাড়ে ধরে ম্যানগ্রোভ চারা রোপন করেন। তবে ইয়াসের ক্ষয়ক্ষতির পর সুন্দরবন বাসিরাও ম্যানগ্রোভ রোপনের গুরুত্ব অনুধাবন করতে পারছেন বলে দাবি ওয়াকিবহাল মহলের। পুলিশের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন বিধায়ক সহ পরিবেশ প্রেমী মানুষজন।
advertisement
