এদিকে সন্ধ্যা নেমে আসায় আতঙ্কের পারদ আরও বাড়তে থাকে। গ্রামবাসীরা তড়িঘড়ি জাল এবং দড়ি নিয়ে কুমিরটিকে বাঁধার জন্য প্রস্তুত হন। খবর দেওয়া হয় বন দফতরে। পুরনো কোনও অভিজ্ঞতা না থাকায় কুমিরটিকে পাকড়াও করতে যথেষ্ট বেগ পেতে হয় গ্রামবাসীদের। ঘণ্টাখানেকের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। তারপর কুমিরটিকে নিয়ে যাওয়া হয় বকখালি বনদপ্তরে।
advertisement
লোকালয়ে এভাবে কুমির ঢুকে পড়ায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা ৷ স্থানীয় বাসিন্দারা জানান, ‘‘ওই অঞ্চলে এর আগে এ ভাবে কখনও কুমির ঢুকতে দেখা যায়নি। এই প্রথমবার গ্রামের মধ্যে কুমির ঘুরে বেড়াতে দেখা গেল।’’ বনকর্মীরা সরীসৃপটিকে ধরে নিয়ে গেলেও আতঙ্কের ছাপ কাটছে না গ্রামবাসীদের ৷
Location :
First Published :
July 10, 2021 8:28 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Namkhana Reptile : কুম্ভীরবিভ্রাট! নামখানার গ্রামে কুমির ঘুরে বেড়াতে দেখে তীব্র আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা