TRENDING:

করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের পর আবারও আশার আলো দেখছেন নাট্যশিল্পীরা

Last Updated:

করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের পর আবারও আশার আলো দেখছেন নাট্যশিল্পীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা:  করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউন এর ফলে জীবন-জীবিকা হারিয়েছেন বহু মানুষ। ফলে সমস্যায় পড়েছিলেন শিল্পীরা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে, ডায়মন্ড হারবার অষ্টমী নাট্য সংস্থা আবারো শিল্পীদের নতুন করে আশার আলো যোগাচ্ছে। প্রতিবছর ডায়মন্ড লহারবারে অষ্টমী নাট্য সংস্থার যাত্রা শিল্পীরা জেলাজুড়ে ও ভিন্ন রাজ্যে বেশ কয়েক-শো অনুষ্ঠান করেন। কিন্তু করোনা মহামারীর জেরে বন্ধ ছিল যাত্রাপালা। ফলে অনুষ্ঠানের জন্য কোথাও ডাক পাচ্ছিলেন না যাত্রাশিল্পীরা। এর জেরে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন কাটছিল শিল্পীদের। সম্বল বলতে ছিল রাজ্য সরকারের প্রতিমাসে প্রদান করা শিল্পী ভাতা। ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজ্য। দৈনিক সংক্রমণের হার কমিয়ে একটু একটু করে সুস্থ হচ্ছে দেশ। রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত মানুষকে বিনামূল্যে টিকাকরণ করানো হচ্ছে। খুলে দেওয়া হয়েছে যাত্রা, সিনেমা ও থিয়েটার গুলি। স্বাস্থ্যবিধি মেনে চলছে এই সমস্ত কাজকর্ম। আগের বছরও করোনার প্রভাবে মুখ থুবড়ে পড়েছিল যাত্রাশিল্পী। এ বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে, আবারও বুক ভরা আশা নিয়ে পুরোদস্তুর মহড়া তে নেমে পড়েছে যাত্রা শিল্পীরা।
advertisement

সামনেই স্বাধীনতা দিবস, তাই ইতিমধ্যেই বেশ কিছু সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া পেতে শুরু করেছে। ডায়মন্ড হারবার অষ্টমী নাট্য সংস্থা সভাপতি অরুময় গায়েন জানান, \'করোনা মহামারীর জেরে যাত্রাশিল্প শেষ হতে বসেছিল। কাজ হারিয়েছে অধিকাংশ শিল্পীরা। পেটের টানে অন্য পেশা কে আপন করে নিয়েছে তারা। কিন্তু রাজ্য সরকারের টিকাকরণ সহ যে একাধিক পদক্ষেপ নিয়েছে তার জেরে পরিস্থিতির আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। ইতিমধ্যে আমাদের সংস্থা পক্ষ থেকে যাত্রা পালার জন্য মহড়া শুরু করে দেওয়া হয়েছে। কিছু কিছু ক্লাব অনুষ্ঠান করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। রাজ্যে তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। জানিনা কি হবে। যদি তেমন হয় সবচেয়ে বড় ক্ষতি হবে শিল্পীদের\'।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/Local News/
করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের পর আবারও আশার আলো দেখছেন নাট্যশিল্পীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল