সামনেই স্বাধীনতা দিবস, তাই ইতিমধ্যেই বেশ কিছু সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া পেতে শুরু করেছে। ডায়মন্ড হারবার অষ্টমী নাট্য সংস্থা সভাপতি অরুময় গায়েন জানান, \'করোনা মহামারীর জেরে যাত্রাশিল্প শেষ হতে বসেছিল। কাজ হারিয়েছে অধিকাংশ শিল্পীরা। পেটের টানে অন্য পেশা কে আপন করে নিয়েছে তারা। কিন্তু রাজ্য সরকারের টিকাকরণ সহ যে একাধিক পদক্ষেপ নিয়েছে তার জেরে পরিস্থিতির আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। ইতিমধ্যে আমাদের সংস্থা পক্ষ থেকে যাত্রা পালার জন্য মহড়া শুরু করে দেওয়া হয়েছে। কিছু কিছু ক্লাব অনুষ্ঠান করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। রাজ্যে তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। জানিনা কি হবে। যদি তেমন হয় সবচেয়ে বড় ক্ষতি হবে শিল্পীদের\'।
advertisement
Location :
First Published :
August 09, 2021 7:26 PM IST
