ইনি উদয়কুমার সিংহ। বাড়ি মালদহ জেলার পুকুড়িয়া গ্রামে। চাকরি সূত্রে আপাতত রয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলায়। জেলা রিজার্ভ ফোর্সের সাব ইন্সপেক্টর উদয়বাবু গান গাইতে ভালবাসেন। কীর্তনের প্রতিও রয়েছে টান। সেই সূত্রেই শ্রীখোল, মৃদঙ্গও বাজান তিনি।
গত রবিবার স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান হয়েছিল বালুরঘাটে পুলিশের রিজার্ভ অফিস চত্বরে। সেখানেই সতীর্থদের নিয়ে সমস্বরে সেই পুলিশবাহিনী গাইছে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া দেশাত্মবোধক গান, ‘মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি’ গানটি গেয়েছিলেন উদয়বাবু। কখনও সখনও সামনে সারি বেঁধে দাঁড়ানো সহকর্মীদের দিকে হাত তুলে গলা মেলাতে উৎসাহও দিচ্ছেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল করেছেন নেটিজেনরা। প্রশংসার ঝড়ে ভেসে চলেছেন উদয়বাবু।
advertisement