TRENDING:

Viral: শ্রীখোল-সহ করতাল বাজিয়ে পুলিশের দেশপ্রেমের গানের ভিডিও ভাইরাল

Last Updated:

জেলা রিজার্ভ ফোর্সের সাব ইন্সপেক্টর উদয়বাবু গান গাইতে ভালবাসেন। কীর্তনের প্রতিও রয়েছে টান। সেই সূত্রেই শ্রীখোল, মৃদঙ্গও বাজান তিন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাস্কর চক্রবর্তী: ইতিমধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়েছে ২ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে সদ্য উত্তোলিত জাতীয় পতাকার পাশে পুলিশ কর্মীরা সারি বেঁধে দাঁড়িয়ে গান গাইছেন। তাতে সমস্যা? না নেই কিছু। কারণ, করোনাকালেও গান গেয়ে সচেতনতা প্রচারের কাজ করেছেন বিভিন্ন জেলায় পুলিশকর্মীরা। কিন্তু এই পুলিশ বাজাচ্ছেন 'শ্রীখোল'! বাঁ-পাশে দাঁড়ানো এক অফিসারের হাতে করতাল। ডানপাশে দাঁড়ানো আরেক মহিলার হাতেও করতাল! সেইসঙ্গে চলল দেশাত্মবোধক গান। সম্প্রতি এই ভিডিও চাঞ্চল্য ছড়িয়েছে নেটদুনিয়ায়।
advertisement

ইনি উদয়কুমার সিংহ। বাড়ি মালদহ জেলার পুকুড়িয়া গ্রামে। চাকরি সূত্রে আপাতত রয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলায়। জেলা রিজার্ভ ফোর্সের সাব ইন্সপেক্টর উদয়বাবু গান গাইতে ভালবাসেন। কীর্তনের প্রতিও রয়েছে টান। সেই সূত্রেই শ্রীখোল, মৃদঙ্গও বাজান তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

গত রবিবার স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান হয়েছিল বালুরঘাটে পুলিশের রিজার্ভ অফিস চত্বরে। সেখানেই সতীর্থদের নিয়ে সমস্বরে সেই পুলিশবাহিনী গাইছে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া দেশাত্মবোধক গান, ‘মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি’ গানটি গেয়েছিলেন উদয়বাবু। কখনও সখনও সামনে সারি বেঁধে দাঁড়ানো সহকর্মীদের দিকে হাত তুলে গলা মেলাতে উৎসাহও দিচ্ছেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল করেছেন নেটিজেনরা। প্রশংসার ঝড়ে ভেসে চলেছেন উদয়বাবু।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
Viral: শ্রীখোল-সহ করতাল বাজিয়ে পুলিশের দেশপ্রেমের গানের ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল