উল্লেখ্য যে, একদিকে সৌর বাতির স্তম্ভ এবং তার উপরে সৌর প্লেট, অন্যদিকে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের হোর্ডিং-যুক্ত স্তম্ভ! সবমিলিয়ে, যাত্রীরা সামান্য দূর থেকেও দেখতে পাচ্ছেন না লাল আলো সবুজ আলো\'র সিগন্যাল। একটি বেসরকারি সংস্থার কর্মী তথা এই রাস্তার নিত্যদিনের যাত্রী শুভ্রকান্তি ছেত্রী অভিযোগ করলেন, \"অনেক সময় দেখছি লাল আলো জ্বলছে, কিন্তু গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আবার অনেক সময় সবুজ আলো হলেও আমরা দাঁড়িয়ে থাকছি! শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য দেখাই যাচ্ছে না, সিগন্যালের আলো।\" এই বিষয়ে, বুধবার এম কে ডি এ\'র নবনিযুক্ত চেয়ারম্যান তথা খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় জানিয়েছিলেন, \"বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।\" এরপর, গতকাল (বৃহস্পতিবার) দেখা যায়, বিজ্ঞাপনের হরিণের মুখগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, তাতেও সমস্যা পুরোপুরি মেটেনি! এই খবর পেয়ে চেয়ারম্যান জানিয়েছেন, \"দপ্তরের সঙ্গে কথা বলে দেখছি, অন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা!\"
advertisement