জমি মালিকদের অভিযোগ, কোন রকম চুক্তিপত্র ছাড়াই টাকা নিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছে দালালরা। টাকার পরিমাণ অনেকটাই কম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এর পাশাপাশি এলাকার বেশ কয়েকটি বাড়িতে পাইপ লাইনের কাজের সময় ফাটল দেখা দেয়। কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দিলেও তার অর্থ না পাওয়ায় সমস্যায় স্থানীয় মানুষেরা। জমি মালিকেরা যাতে তাদের ক্ষতিপূরণের প্রকৃত মূল্য এবং বাড়ির ক্ষতিপূরণের মূল্য পায় তার জন্য বিক্ষোভে সামিল হন জমি মালিকের পরিবার। পাশাপাশি জমি মালিকেরা যাতে তাদের প্রকৃত ক্ষতিপূরণ পায় তার জন্য স্থানীয় বিডিওর কাছে আবেদন জানিয়েছে। বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
advertisement
Saikat Shee
Location :
First Published :
April 27, 2022 9:53 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
East Medinipur News: মিলছে না ক্ষতিপূরণের ঘোষিত মূল্য, পাইপ লাইন বসাতে গিয়ে জমি ও বাড়ির ক্ষয়ক্ষতির প্রকৃত অর্থের দাবিতে বিক্ষোভ