স্বাধীনতা দিবসে বাড়তি ভিড় হবে দিঘা শংকরপুর মান্দারমনির মতো পর্যটনকেন্দ্রিক সমুদ্র শহরগুলিতে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে তাই দিঘা-সংলগ্ন সহ সব সৈকত শহরেই শুরু হচ্ছে পরিকল্পনামাফিক নজরদারি। জেলা এবং ব্লক প্রশাসনের পাশাপাশি দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকেও সৈকতে চলছে এই নজরদারি এবং কড়া নিয়মকানুন। হোটেলগুলিতে নিয়ম ঠিকঠাক অনুসরণ করা হচ্ছে কি না সে সব দেখা এবং করোনা নিয়ম মেনে সৈকতগুলিতে সামাজিক দূরত্ব বিধি পালিত হচ্ছে কি না, তাও দেখা হচ্ছে। চলছে টহল এবং নজরদারি। সংক্রমণ কমলেও নজরদারি শিথিল হবে না বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রশাসনের কড়াকড়িতে খুশি দিঘায় আসা পর্যটকরা। করোনা সংক্রমণ ঠেকাতে প্রশাসনের এই উদ্যোগ কাজে লাগবে বলে ধারণা তাদের।
advertisement
Location :
First Published :
Aug 14, 2021 3:44 AM IST
বাংলা খবর/ খবর/Local News/
Digha : রাত পোহালেই ১৫ আগস্ট, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দিঘা-সহ সৈকত শহরগুলিতে পর্যটকদের ভিড়ে বাড়তি নজরদারি!
