রায় পরিবারের এই বাসন্তী পুজোকে কেন্দ্র করে একটি অলৌকিক কাহিনী এখন বিরাজ করছে এবং লোক মুখে প্রচার পেয়ে আসছে, যা জনশ্রুতি হয়ে আছে। রায় পরিবারের বংশধর তপন রায়, চিওরঞ্জন রায়, সোমনাথ রায় বলেন, বাসন্তী পুজোর শুরুর ১৫ দিন আগে থেকে রায় পরিবারের প্রতিষ্ঠিত দুটি পুকুরের মধ্যে যে কোন একটি থেকে হঠাৎই ঘট ভাঁড় ভাসতে দেখা যায় এবং সেই ভাঁড় অর্ধ ডুবন্ত অবস্থায় পুকুরের চারপাশে ঘুরতে থাকে৷ যা থেকে বাসন্তী মায়ের আগমনী বার্তা জানান দেয়। কোনো কোনো সময় মায়ের মূর্তির মাটি লেপনের সময়ও এই ঘট ভাঁড়কে ভাসতে দেখা যায়। সবাই এই ঘটনার প্রত্যক্ষদর্শী হতে পারে না। এই ভাবেই রায় পরিবারের বাসন্তী মায়ের পুজো চলে আসছে ৷
advertisement
Location :
First Published :
April 09, 2022 8:11 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
East Medinipur News- ময়নার রায় পরিবারের বাসন্তী পুজোয় অলৌকিকত্বের ছোঁয়া