সংস্কৃত লোকমঞ্চ কেরিয়ার এন্ড কোর্স (Purba Bardhaman News)এর সদস্য রানা প্রতাপ সিংহ বলেন, দু বছরের কোর্স। মোট ৭২০ ঘণ্টা পড়ানো হবে পড়ুয়াদের। পশ্চিমবঙ্গের সব জায়গায় এই কোচিং করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয় এসপি কামনাশিস সেন বলেন, জেলা থেকে দ্বিতীয় সর্বাধিক পড়ুয়া এই কোচিং-এর জন্য আবেদন করেছেন। জেলা থেকে আবেদনকারীদের মধ্যে ২০ শতাংশ পড়ুয়াও যদি জয়েন্ট এন্ট্রান্স ও নিট পার করতে পারে তাহলে সেটাও জেলার বড় সফলতা।
advertisement
বর্ধমান (Purba Bardhaman News) সদর দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, এটা খুব ভালো উদ্যোগ জেলা পুলিশের। এতে বহু দুঃস্থ পড়ুয়া উপকৃত হবে। রাজ্য সরকার পড়ুয়াদের পাশে আছে থাকবে। এই কোচিং-এ কোনোরকম সাহায্যের প্রয়োজন হলে তিনি সর্বদা আছেন বলেও আশ্বাস দেন।
Location :
First Published :
December 09, 2021 7:55 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
East Bardhaman News- জয়েন্ট ও নিট (NEET) পরীক্ষার্থীরা বিনামূল্যে কোচিং পাবেন পূর্ব বর্ধমানে