প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে মেদিনীপুর-খড়্গপুর পৌরসভার পুরো এলাকা এবং জেলার আরও ৪ টি এলাকা বুধবার থেকে গন্ডীবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রথমে। তারপর, রাত্রি ১১ টা নাগাদ জানানো হয়, বৃহস্পতিবার থেকে তা করা হবে। ফের বিতর্ক শুরু হয়৷ কয়কটি এলাকা বা বাড়িতে সংক্রমিতরা আছেন, তবে পুরো শহরকে কষ্ট দেওয়া কেন! এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শাসকদলের একাধিক নেতৃত্বও। তারপরই ফের সিদ্ধান্ত বদল করে জেলা প্রশাসন।
advertisement
বুধবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ জানানো হয়, পুরো শহর নয়, মেদিনীপুর ও খড়্গপুরের নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হচ্ছে বৃহস্পতিবার থেকে৷ চলবে ১৫ ই জুলাই পর্যন্ত। তার আগেই অবশ্য শহরবাসী করোনা ভীতি উপেক্ষা করেই ৭ দিনের ব্যাগভর্তি বাজার করে নিয়েছেন!
Location :
First Published :
July 08, 2021 11:07 AM IST
বাংলা খবর/ খবর/Local News/
সিদ্ধান্তে বদল, পুরো মেদিনীপুর-খড়্গপুর নয় কয়েকটি এলাকাই মাইক্রো কনটেইনমেন্ট জোন