অল বেঙ্গল সোলার ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে পাভেল চক্রবর্তী জানান, বিগত ১৫ বছরের মত, আগামী দিনেও অল বেঙ্গল সোলার ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন মাত্র এক টাকায় এ ধরনের প্রশিক্ষণ শিবির চালিয়ে যাবে। সমস্ত করোনা বিধি মেনে ও দূরত্ব বজায় রেখেই এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে। পাশাপাশি, সংস্থার আরও এক কর্মকর্তা জলি চক্রবর্তী বলেন, সৌর বিদ্যুৎ প্রশিক্ষণ এবং উদ্যোগের পাশাপাশি আগামী দিনে মহিলাদেরও স্বনির্ভরতার লক্ষ্যে অল বেঙ্গল সোলার ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন আরো নানা উদ্যোগ গ্রহণ করবে। বেকার যুবক যুবতীরা কেবলমাত্র চাকরির পেছনে না ছুটে এই ধরনের প্রকৃতিবান্ধব উদ্যোগকে কাজে লাগিয়ে তাদের পেশা বা রোজগারের পথ খুঁজে পাবে। বিদ্যুৎ বিলের দাম যে হারে বারছে, সেই কথা ভেবে এ ধরনের সৌরবিদ্যুৎ সচেতনতা এবং প্রশিক্ষণ শিবিরের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার বাসিন্দারাও (North 24 Parganas News)।
advertisement
Rudra Narayan Roy
