বরানগর ও কামারহাটি পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এই শপথগ্রহণ অনুষ্ঠানে সকলকে নিয়ে চলার বার্তা দেওয়া হয়। আগামী কয়েকদিনের মধ্যে দুটি পৌরসভাতেই বোর্ড গঠন হতে চলেছে। কামারহাটির পৌরপ্রধান গোপাল সাহা নির্বাচিত হতেই উচ্ছ্বসিত তৃণমূল কর্মী-সমর্থকরা। দলের কর্মীদের প্রতি তিনি বার্তা দিয়ে বলেন, "আমরা একটি পরিবার। আমরা সকলে মিলে কামারহাটির উন্নয়ন করব। সকলে মিলে একই সঙ্গে থাকব।" পাশাপাশি তিনি এও বলেন, কাজের বিচারের জন্য কাগজ-কলমে কোন মার্কশিট না থাকলেও সবকিছুতেই নজর রাখা হবে। কামারহাটির পাশাপাশি বরানগর পৌরসভাতেও শপথের পর পৌরপ্রধান অপর্ণা মৌলিক ও উপ পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সঙ্গে। পাশাপাশি সকলে একসঙ্গে কাজ করার বার্তা দেওয়া হল এদিন।
advertisement
Location :
First Published :
March 17, 2022 8:49 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
North 24 Parganas News- বরানগর ও কামারহাটি পুরসভায় অনুষ্ঠিত হল শপথগ্রহণ অনুষ্ঠান