জানা গেছে, ঐ মিষ্টির দোকানে বহুদিন ধরেই ঘরের রান্নার গ্যাস সিলিন্ডার মজুদ করার অভিযোগ জানানো হচ্ছিল। সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল, কোনভাবেই বাণিজ্যিক কাজের জন্য গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা যাবে না। বাণিজ্যিক কাজে ব্যবহৃত হবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। যেগুলো সাধারণ সিলিন্ডারের থেকে বেশ অনেকটাই বড়। ভর্তুকিযুক্ত গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে ব্যবসা করায় আইন অমান্য করেছে অভিযুক্ত ওই মিষ্টি ব্যবসায়ীরা। এমনই অভিযোগে এদিন ঐ মিষ্টির দোকানে আচমকা হানা দেয় পুলিশ। মিষ্টির দোকানের মিষ্টি তৈরির প্রণালী দেখে অসন্তোষ দেখা গেল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের মধ্যে। স্বাস্থ্যবিধি মেনে আদৌ তৈরি হচ্ছিল না মিষ্টি। এমনকি দুধে ভেজাল দেওয়া হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। আগামী দিনে কেউ যাতে এমন ধরনের অপকর্ম করতে না পারে তার জন্য বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
advertisement