এদিন বনগাঁ পৌরসভার পক্ষ থেকে পুরোহিত, ঢাকি ও মৃৎশিল্পীদের দেওয়া হল করোনা ভ্যাকসিন। দুর্গাপুজো আসন্ন সেই কারণে বনগাঁ পৌর এলাকার সমস্ত পুরোহিত, ঢাকি ও মৃৎশিল্পীদের করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করল বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। সেইমতো এদিন দুপুরে ৩০০-এর বেশি পুরোহিত, ঢাকি ঐ মৃতশিল্পীদের বনগাঁ পৌর প্রশাসক গোপাল শেঠ সহ প্রাক্তন কাউন্সিলরদের উপস্থিতিতে পৌর ভবন দেওয়া হল ভ্যাকসিন। বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ এর মতে, করোনার কারণে বহু কর্মক্ষেত্রে অনেকে কর্মহীন হয়ে পড়েছে। সেই দিকে তাকিয়ে পুজোর সময় মে কোভিডবিধি সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে হল ঢাকি, পুরোহিত ও মৃৎশিল্পীদের করোনা টিকাকরণ। পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়াতে এবারের পুজোয় বনগাঁ এলাকার সমস্ত পুরোহিত, ঢাকি ও মৃৎশিল্পীদের কোনো বাধা থাকবে না কর্মযোগ দেওয়ার। ভ্যাকসিন পেয়ে পুরোহিত, ঢাকিরা জানালেন পুজো আসছে সেক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে ভ্যাকসিন প্রয়োজনীয় ছিল পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভ্যাকসিন দেবার জন্য।
advertisement