জানা যাচ্ছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ এর কাটাখালি এলাকায় সুন্দরবনের দুঃস্থ মানুষদের জন্য রাখা হয়েছিল ত্রাণ। ছিল ত্রিপল, চাল, ডাল, সরষের তেলের মত কিছু শুকনো খাদ্য সামগ্রী। এই ত্রাণ সামগ্রী চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটলো ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী এই ত্রাণ সামগ্রী চুরি করেছে। চুরি গেছে অর্ধেক খাদ্য সামগ্রী। এরই প্রতিবাদে টায়ার জ্বালিয়ে প্ল্যাকার্ড হাতে রাস্তা অবরোধ করল হাসনাবাদের কাটাখালী এলাকার দুঃস্থ মানুষেরা। দীর্ঘক্ষণ চলে অবরোধ। তাদের দাবি যারা ত্রাণ চুরি করেছে সেই ছোটদের গ্রেফতার করতে হবে। দিনভর উত্তাল থাকে ওই এলাকা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় যারা জড়িত তা খতিয়ে দেখে কোন দুষ্কৃতী দল এই ঘটনার সঙ্গে রয়েছে তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দেওয়া হয় তাদের পক্ষ থেকে। সুন্দরবনে ঘূর্ণিঝড় ইয়াস এর দুঃস্থ মানুষদের জন্য রাখা হয়েছিল এই ত্রান চুরি হয়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন তাদের দাবি না মানলে তারা পুনরায় আবার আন্দোলনে নামবে।
advertisement
Ratul Banerjee