#উত্তর ২৪ পরগনা: প্রায় দু বছর পর স্কুলড্রেস গায়ে পরল নিচু ক্লাসের পড়ুয়ারা। স্কুল না খুললেও, পাড়ায় শিক্ষালয়ের প্রথম দিনই, হাবড়ার প্রফুল্লনগর স্কুলে সপ্তম শ্রেণির শিশুদের দেখা গেল স্কুলের মাঠে বসে ক্লাস করতে। এতদিন পর স্কুলে এসে বন্ধুদের কাছে পেয়ে হৈ-হুল্লোড়ে মেতে উঠল শিশুরাও। আয়ুস, শান্তনু, রুপম সহ সপ্তম শ্রেণির ছাত্রদের অংক ক্লাস হল মাঠে বসেই। প্রিয় ছাত্রদের কাছে পেয়ে খুশির মেজাজ শিক্ষকমহলেও।