TRENDING:

Nadia News- রানু মন্ডলের সঙ্গে দেখা করতে এলেন সংগীতশিল্পী সিধু

Last Updated:

সম্প্রতি রানু মন্ডল তার নিজের বায়োপিকে একটি ডুয়েট গান গেয়েছেন সিধুর সাথে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: রানু মন্ডল, যার নাম বর্তমানে এক ডাকে চেনেন টলিউড থেকে বলিউডের একাধিক শিল্পীরাই। তার কাহিনী যেকোনো সিনেমাকেই হার মানায়। রানাঘাট রেল স্টেশনে গান গেয়ে কোনরকমে পেট চলতো তার। হঠাৎই রেল স্টেশনে তাঁর গাওয়া গানের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই বাকিটা ইতিহাস। সেই গান দ্রুত ছড়িয়ে পড়ে দেশ ছাড়িয়ে বিদেশেও। সেই গানের ভিডিও চোখে পড়ে বলিউডের সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার। রানু মন্ডলকে তিনি ডেকে পাঠান মুম্বইতে। তাকে দিয়ে একটি গানের ভিডিও শুট করেন। তারপর আবার যথারীতি ফিরে আসেন রানাঘাটে তার নিজের বাড়িতে। আবারও সেই একই জীবন, আস্তে আস্তে ভুলতে শুরু করেছেন মানুষ তাকে। মাঝেমধ্যে কিছু অপ্রীতিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন তিনি।
advertisement

রানাঘাটের রেলস্টেশন থেকে বম্বের সোনালী জগৎ! তারই জীবনের কাহিনী সম্প্রতি দেখা যাবে সিনেমার পর্দায়ও। তার সেই সিনেমায় একটি গান গাইছেন স্বয়ং তিনি। রানু মন্ডলের হিন্দি ছবির কাজে রানাঘাটে এলেন ক্যাকটাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিধু। ঋষিকেশ মন্ডল পরিচালিত রানু মন্ডলের বায়োপিক সিনেমার কাজ শুরু হয়ে গেছে। এই ছবিতে ১০ টি গান থাকছে। গান গাইছেন বাবুল সুপ্রিয়, সিধু, সুরজিত, অঙ্কিতা ভট্টাচার্য ও রানু মন্ডল। এই সিনেমায় সিধু, রানু মন্ডলের সাথে ডুয়েট গান গেয়েছেন। সেই গানের শুটিং শেষ পর্যায়ে। রানু মন্ডলকে গানের বিষয়ে আলোচনা করতে এবং রানুর কন্ঠে গানের লিপ মেলাতেই পরিচালক ও সিধু বুধবার রানাঘাটে রানুর বাড়িতে এলেন। একসাথে গান গাইলেন। লতা মঙগেশকরের স্মৃতিতে দু এক লাইন ডুয়েট গান গাইলেন দুইজনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/Local News/
Nadia News- রানু মন্ডলের সঙ্গে দেখা করতে এলেন সংগীতশিল্পী সিধু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল