রানাঘাটের রেলস্টেশন থেকে বম্বের সোনালী জগৎ! তারই জীবনের কাহিনী সম্প্রতি দেখা যাবে সিনেমার পর্দায়ও। তার সেই সিনেমায় একটি গান গাইছেন স্বয়ং তিনি। রানু মন্ডলের হিন্দি ছবির কাজে রানাঘাটে এলেন ক্যাকটাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিধু। ঋষিকেশ মন্ডল পরিচালিত রানু মন্ডলের বায়োপিক সিনেমার কাজ শুরু হয়ে গেছে। এই ছবিতে ১০ টি গান থাকছে। গান গাইছেন বাবুল সুপ্রিয়, সিধু, সুরজিত, অঙ্কিতা ভট্টাচার্য ও রানু মন্ডল। এই সিনেমায় সিধু, রানু মন্ডলের সাথে ডুয়েট গান গেয়েছেন। সেই গানের শুটিং শেষ পর্যায়ে। রানু মন্ডলকে গানের বিষয়ে আলোচনা করতে এবং রানুর কন্ঠে গানের লিপ মেলাতেই পরিচালক ও সিধু বুধবার রানাঘাটে রানুর বাড়িতে এলেন। একসাথে গান গাইলেন। লতা মঙগেশকরের স্মৃতিতে দু এক লাইন ডুয়েট গান গাইলেন দুইজনে।
advertisement
Location :
First Published :
February 12, 2022 9:24 PM IST