#নদিয়া: প্রায় দু'বছর করোনার দাপটে অর্থনীতির বেহাল দশা। বহু মানুষ হারিয়েছেন নিজের কাজ। এই দুঃসময়ে নতুন করে চাকরি পাওয়া তো দূরে থাক, নিজের চাকরি টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় এক অভিনব উদ্যোগ নিল কৃষ্ণনগর শক্তিনগর এলাকার বাসিন্দা শিম্পি সাহা। শিক্ষাগত যোগ্যতায় তিনি স্নাতকোত্তর। তবে ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল নিজের কিছু করার। তাই কম্পিটিটিভ এক্সামের জন্য পড়লেও, বরাবরই ঝোঁক ছিল ব্যবসার দিকে। তাই গত ডিসেম্বর মাস থেকে তিনি শুরু করেছেন ফুচকার ব্যবসা। শক্তিনগর থেকে দোগাছির রাস্তা ধরে এগোলে, কাঠালতলা শনি মন্দিরের ঠিক উল্টোদিকে তিনি তার ছোট্ট দোকান সাজিয়ে শুরু করেছেন তার স্বপ্নের দিকে পথ চলার। তিনি জানান, ব্যবসা শুরু করার আগে তিনি ভেবেছিলেন হয়তো অনেক রকম নেতিবাচক কথা শুনতে হবে তাকে, কিন্তু তার এই অভিনব উদ্যোগে সায় দিয়েছেন সবাই, বিশেষ করে মেয়েরা। তিনি আরো জানান, এরকম ভাবেই চলতে থাকলে ভবিষ্যতে ইচ্ছে আছে একটি ক্যাফে খোলার। সিম্পির অভিনব উদ্যোগে খুশি পরিবার থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরা।