পরবর্তীতে ২০১৯ সালে আপেলের বীজ দিয়ে সর্ববৃহৎ মালা তৈরি করে দ্বিতীয়বারের জন্য এই স্বীকৃতি লাভ করেন গিনিস বুকে। এরপর ২০২০ সালে বীর জওয়ানদের শ্রদ্ধা ও সম্মান জানাতে দেশলাই কাঠি দিয়ে তৈরি করেন অমর জওয়ান জ্যোতি। এবং তৃতীয় বারের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড সর্বোচ্চ ২২৭২৯০ টি দেশলাই কাঠি দিয়ে এই প্রতীক তৈরি করে সর্বোচ্চ রেকর্ড অধিকারী হন এবং পরপর তিনবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড সবোর্চ্চ রেকর্ড করে তিনি সাফল্যের হ্যাটট্রিক করলেন। তবে অনুপমের এই একের পর এক সাফল্যে এবার প্রশংসায় পঞ্চমুখ হলেন টলিউডের সিনেমা জগতের বিভিন্ন সেলিব্রিটিরা। বিশিষ্ট কৌতুক অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ভিডিও ক্লিপের মাধ্যমে পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। এছাড়াও অভিনেতা রজতাভ দত্ত। বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় প্রমুখ শিল্পীরা তাদের শুভেচ্ছাবার্তা পাঠালেন ভিডিও ক্লিপের মাধ্যমে।
advertisement