এদিন নবদ্বীপের শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করে তারপর মায়াপুরের উদ্দেশ্যে জান তিনি। মায়াপুরে কিছু দিন কাটিয়ে সেখান থেকে চলে যাবেন তিনি মধ্যপ্রদেশে। সেখানে রয়েছে তার সঙ্গীরা, অংশগ্রহণ করবেন একটি ধর্মীয় সেমিনারে। তার এই মহান উদ্দেশ্যেকে এদিন কুর্নিশ জানালেন নবদ্বীপের স্থানীয় বাসিন্দারা। নবদ্বীপে এসে এদিন স্মরণ দাস জানালেন, পথচলতি মানুষেরা তাকে দেখে কৌতূহলবশত অনেকে জিজ্ঞাসা করেন। তিনি যখন তাদেরকে বলেন পায়ে হেঁটে বৃন্দাবন থেকে নবদ্বীপে যাচ্ছেন অনেকেই সাহায্যের জন্যে জল ও খাবার দেন। স্থানীয় নবদ্বীপের এক বাসিন্দা জানান, তারা খুবই খুশি যে বৃন্দাবন থেকে এক ব্যক্তি পায়ে হেঁটে নবদ্বীপধাম দর্শন করতে এসেছেন।
advertisement
Location :
First Published :
Mar 28, 2022 8:33 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Nadia News- পায়ে হেঁটে সুদূর বৃন্দাবন থেকে মায়াপুরে এলেন বৃন্দাবনের বাসিন্দা স্মরণ দাস