TRENDING:

Bangla News|| নবার্ড-ডালমিয়া ভারতের যৌথ উদ্যোগে শালবনীতে গ্রামীণ হাটের আধুনিকীকরণ ও সংস্কার

Last Updated:

Bangla News: জাতীয় কৃষি উন্নয়ন মূলক ব্যাঙ্ক 'নবার্ড' এবং 'ডালমিয়া ভারত' (Dalmia Bharat) এর যৌথ উদ্যোগে, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোদাপিয়াসালে অবস্থিত সুপ্রাচীন গ্রামীণ হাট (Rural Haat) টির আধুনিকীকরণ এবং সংস্কার করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শালবনী: নবার্ড এবং ডালমিয়া ভারতের যৌথ উদ্যোগে শালবনীতে গ্রামীণ হাটের আধুনিকীকরণ ও সংস্কার। জাতীয় কৃষি উন্নয়ন মূলক ব্যাঙ্ক 'নবার্ড' (National Bank for Agricultural and Rural Development) এবং 'ডালমিয়া ভারত' (Dalmia Bharat) এর যৌথ উদ্যোগে, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোদাপিয়াসালে অবস্থিত সুপ্রাচীন গ্রামীণ হাট (Rural Haat) টির আধুনিকীকরণ এবং সংস্কার করা হল। বৃহস্পতিবার নবরূপে এই 'গোদাপিয়াসাল গ্রামীণ হাট' এর উদ্বোধন হল। উপস্থিত ছিলেন, নবার্ডের চিফ জেনারেল ম্যানেজার ডঃ এ.আর খান, ডালমিয়া ভারতের CSR বিভাগের প্রধান বিশাল ভরদ্বাজ, ডালমিয়া ভারতের বেঙ্গল ইউনিটের প্রধান অম্বুজ শ্রীবাস্তব, আ্যাসি. জেনারেল ম্যানেজার কপিল মুনি পান্ডে, কমার্সিয়াল হেড প্রেমাশিস মিশ্র প্রমুখ। এই গ্রামীণ হাটে ৬ টি নতুন শেড, স্টোর রুম, সাবমার্সিবল সহ পানীয় জলের সুব্যবস্থা এবং শৌচাগার নির্মিত হয়েছে। খুব দ্রুত এই হাটে সোলার লাইটেরও ব্যবস্থা করা হবে বলেওজানানো হয়েছে ডালমিয়া ভারতের পক্ষ থেকে।
গোদাপিয়াশালে গ্রামীণ হাটের আধুনিকীকরণ
গোদাপিয়াশালে গ্রামীণ হাটের আধুনিকীকরণ
advertisement

'নবার্ড' ব্যাঙ্কের ডঃ এ.আর খান বলেন, "গ্রামীণ উন্নয়নে এবং কৃষকদের সাহায্য করতে দেশ জুড়ে নবার্ড এই ধরনের কাজ করে চলেছে গত কয়েক দশক ধরে। শালবনীর এই প্রত্যন্ত অঞ্চলে, ডালমিয়া ভারত কর্তৃপক্ষের সহায়তায় এই গ্রামীণ হাটের আধুনিকীকরণ করা হল কৃষকদের স্বার্থে।" ডালমিয়া ভারতের পক্ষ থেকে অম্বুজ শ্রীবাস্তব জানিয়েছেন, "সাধারণ মানুষের স্বার্থে, ডালমিয়া ভারত নানা উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এবং আগামীদিনেও চালিয়ে যাবে।" এই গ্রামীণ হাটের আধুনিকীকরণে ২৩ লক্ষ টাকা খরচ হয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় কর্ণগড় পঞ্চায়েত সমিতির প্রধান প্রতাপ জাশু এবং এই গ্রামীণ হাট পরিচালন সমিতির সভাপতি ও সম্পাদক যথাক্রমে মঙ্গল ব্যানার্জি ও সুপ্রিয় হাজরা। নবার্ড এবং ডালমিয়া ভারতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে, সুপ্রিয় বাবু জানিয়েছেন, আগামীদিনে এই হাটের রক্ষণাবেক্ষণ যাতে সঠিকভাবে হয়, তা তাঁরা খেয়াল রাখবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/Local News/
Bangla News|| নবার্ড-ডালমিয়া ভারতের যৌথ উদ্যোগে শালবনীতে গ্রামীণ হাটের আধুনিকীকরণ ও সংস্কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল