'নবার্ড' ব্যাঙ্কের ডঃ এ.আর খান বলেন, "গ্রামীণ উন্নয়নে এবং কৃষকদের সাহায্য করতে দেশ জুড়ে নবার্ড এই ধরনের কাজ করে চলেছে গত কয়েক দশক ধরে। শালবনীর এই প্রত্যন্ত অঞ্চলে, ডালমিয়া ভারত কর্তৃপক্ষের সহায়তায় এই গ্রামীণ হাটের আধুনিকীকরণ করা হল কৃষকদের স্বার্থে।" ডালমিয়া ভারতের পক্ষ থেকে অম্বুজ শ্রীবাস্তব জানিয়েছেন, "সাধারণ মানুষের স্বার্থে, ডালমিয়া ভারত নানা উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এবং আগামীদিনেও চালিয়ে যাবে।" এই গ্রামীণ হাটের আধুনিকীকরণে ২৩ লক্ষ টাকা খরচ হয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় কর্ণগড় পঞ্চায়েত সমিতির প্রধান প্রতাপ জাশু এবং এই গ্রামীণ হাট পরিচালন সমিতির সভাপতি ও সম্পাদক যথাক্রমে মঙ্গল ব্যানার্জি ও সুপ্রিয় হাজরা। নবার্ড এবং ডালমিয়া ভারতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে, সুপ্রিয় বাবু জানিয়েছেন, আগামীদিনে এই হাটের রক্ষণাবেক্ষণ যাতে সঠিকভাবে হয়, তা তাঁরা খেয়াল রাখবেন।
advertisement