সদ্যপ্রয়াত অজয় দের মূর্তিতে মাল্যদান করে এই অনুষ্ঠান শুরু হয়। ফুলের মালা এবং পুষ্পস্তবক দিয়ে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। করোনা সংক্রমনের কথা মাথায় রেখে মঞ্চের চারিদিক এবং বসার আসন স্যানিটাইজও করা হয় বলে জানা গেছে। কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তার বক্তব্য রেখে এইমা ক্যান্টিনের সূচনা করে। মা ক্যান্টিনের উদ্বোধনী অনুষ্ঠানে লোকের ভিড়ও ছিল যথেষ্ট। কমপক্ষে ৭০০ জনকে খাবার বিতরণ করা হবে এই মা ক্যান্টিন এর তরফ থেকে। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ থেকে প্রশাসন সকলেই খুশি।
advertisement
Location :
First Published :
June 10, 2021 10:18 PM IST