পাশাপাশি তার বাবা, মা , ঠাকুমা গর্বিত এবং আপ্লুত এত বড় সম্মানে সম্মানিত। অভিজিত বাবু জানান ১০ জুন ২০২১ সালে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এ আবেদন করেছিলেন গত ১২ জুলাই পুরস্কারটি ওনাদের বাড়িতে পৌঁছায়।বাবা অভিজিৎ দত্ত মোড়েশ্বর পুর সারদা বিদ্যাপীঠ হাই স্কুলের একজন গণিতের শিক্ষক। সোয়েতার মা সুদেষ্ণা দত্ত একজন গৃহবধূ। তার বাবা অভিজিত বাবু জানান, মেয়ের মধ্যে যে অসাধারণ প্রতিভা রয়েছে তা চার বছর বয়স থেকে বুঝতে পেরেছি। সে খুব অল্প বয়স থেকেই যেকোনও কিছু মনে রাখতে পারে। এমনকি যেকোনও কিছু দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারে সে।
advertisement
সোয়েতা একসঙ্গে ১১১ টি ভিন্ন প্রজাতির পাখির নাম মনে রাখতে পারে শুধু তাই নয়, পাশাপাশি পাখিগুলি দেখে তার নাম পর্যন্ত বলে দিতে পারে। শুধু তাই নয় সোয়েতা ছবি আঁকা, গান গাওয়া, কবিতা, আবৃত্তি এবং নাচেও পারদর্শী। ঠাকুমা ও খুব উচ্ছ্বসিত, আনন্দিত তার নাতনি ইন্ডিয়া বুক অব রেকর্ডসে স্থান করে নেওয়ার জন্য। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন সোয়েতা এভাবেই আরো রেকর্ডসের অধিকারী হয়। পরিবারের সকলের আশা, আগামীদিনে সোয়েতা পরিবার সমেত জেলার নাম উজ্জ্বল করবে।