স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বর্ষাকালে অল্প বৃষ্টি হলেই ওই এলাকাটি জলমগ্ন হয়ে পড়ে। বাজারে কিংবা পথে ঘাটে যেতে মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। আর এবার সেই রাস্তায় থাকা গর্তকে অনুধাবন করতে না পেরেই গর্তে পড়ে কাত হয়ে গেল মিনিবাসটি। জানা যাচ্ছে, কিছু সংখ্যক যাত্রী নিয়ে যখন বাসটি রাস্তায় জমা জলের উপর দিয়ে আসছিল যখন সামনের গর্ত বুঝতে না পেরে বাস চালক সেই গর্তের মধ্যেই বাস চালিয়ে দেয়; ফলে বাসের চাকা গর্তের মধ্যে পড়ে কার্যত উল্টে যায়। একটা গোটা বাস কিভাবে উল্টে গেল তা ভেবেই আশঙ্কিত এলাকাবাসী। তবে আশার কথা, বাসের মধ্যে থাকা অল্প কয়েকজন যাত্রীদের মধ্যে কেউই হতাহত হননি। বাসের মধ্যে থাকা যাত্রীদের নিরাপদেই বের করা সম্ভব হয়। উল্টে যাওয়া বাসের চালক এই ঘটনার পিছনে রাস্তাকেই দায়ী করেছেন। একই ভাবে ওই রাস্তা দিয়েই অন্য একটি ট্যাক্সিও জমা জলে হঠাৎই খারাপ হয়ে আটকে পড়ে। পরে অবশ্য বহু চেষ্টা ও ঠেলাঠেলি পর ট্যাক্সিকে আবার এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। ফলে বাস থেকে ট্যাক্সি দুর্ভোগের চিত্র সর্বত্র।
advertisement