তারা জানান , গত বছর থেকে করোনা ভাইরাসের আগমনের ফলে বারংবার মঙ্গলা হাট বন্ধ থাকায় প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা । ব্যবসা বন্ধ থাকায় কিভাবে নিজেদের সংসারে দু\'মুঠো অন্ন জোগাড় করবেন সেই নিয়ে কয়েক মাস ধরে দুশ্চিন্তাতেও ভুগছিলেন তারা । হাট খোলার ফলে তাদের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হবে বলে মনে করছেন সেখানকার বিক্রেতারা । পাশাপাশি মঙ্গলা হাটে সঠিক শারীরিক দূরত্ব বিধি মেনেই বেচাকেনা হবে বলেও জানালেন তারা । মঙ্গলবার থেকে হাট খুললেও লোকাল ট্রেন চালু না থাকায় তেমনভাবে খদ্দের হচ্ছে না বলে জানালেন মঙ্গলা হাটের ব্যবসায়ীরা ।
advertisement
যদিও জেলার এই ব্যস্ততম হাট খোলা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও । হাওড়ার বিজেপি নেতা ও বিজেপির রাজ্য কমিটির সদস্য উমেশ রাই , হঠাৎ করে মঙ্গলা হাট খোলার এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন । তিনি জানালেন , যেভাবে 100% ভ্যাক্সিনেশন ও সঠিক নজরদারি ছাড়া মঙ্গলা হাট খুলে দেওয়া হলো , তাতে কোভিড মোকাবিলায় রাজ্যের দায়সারা অবস্থান আরো একবার স্পষ্ট হয়ে গেল । যদিও জেলা তৃণমূলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয় কড়া প্রশাসনিক নজরদারিতেই খোলা হয়েছে মঙ্গলা হাট ।