সাঁইথিয়া শহর ও শহরাঞ্চলে করোনা পজিটিভ হাজারের বেশি তবু কম নয়। সাধারণ মানুষ যখন আতঙ্কে, তখন নিঃশব্দে কাজ করে চলেছেন এই শহরের বেশ কিছু যুবক। স্বেচ্ছাসেবী সংস্থা পথপ্রদর্শকের হাত ধরে তারা তাদের এই কাজ এগিয়ে চলেছে। তাদের কাজ হলো করোনা পজিটিভ অসহায় মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া জরুরী ঔষুধ পত্র, প্লাস অক্সিমিটার ও যাবতীয় অত্যাবশ্যকীয় দ্রব্য। যে সব পরিবার করোনা আক্রান্ত, বাড়ি থেকে বেরোবার মত আর কেউ নেই, তারা ওই সংস্থার কাউকে ফোন করলেই হাজির হচ্ছেন। সংস্থার পক্ষ থেকে সাঁইথিয়ার দোকানে দোকানে তাদের হেল্পলাইন নম্বর লাগানো হয়েছে।
advertisement
Location :
First Published :
May 19, 2021 8:34 AM IST