মাধব দাস, বীরভূম : বাড়ির পাশে নির্দিষ্ট পরিমাণ জায়গা ছাড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের ইলামবাজার। ইলামবাজার ইলামবাজার থানার অন্তর্গত ভগবতী বাজার এলাকায় একটি বাড়ির জায়গা ছাড়াকে কেন্দ্র করে মধ্যে লড়াই শুরু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর পরিস্থিতির মোকাবিলায় ইলামবাজার থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।