TRENDING:

রানু মন্ডলের পরে ভাইরাল চাকদহের লতাকণ্ঠী বিপাশা দাস

Last Updated:

চায়ের দোকান চালিয়ে গান গেয়ে চলেছেন অবিরাম, তিনি চাইছেন সংগীত জগতে কেউ তাকে একটু সুযোগ করে দিক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছোট চায়ের দোকানে চা বিক্রি করে কোনরকমে সংসার চালানো। তার মধ্যেই গান কে ভালবেসে রেডিও টিভি দেখে গান শেখা। তাঁর গাওয়া গানের ভিডিও নেটদুনিয়ায় আপলোড হতেই রাতারাতি ভাইরাল সেই ভিডিও। মিউজিক ছাড়া তাঁর সুরের জাদু মন ভরিয়েছে লক্ষ লক্ষ মানুষকে। তিনি নদিয়ার চাকদহের মাঝবয়সী গৃহবধূ বিপাশা দাস। অনেকেই বলছেন রানু মন্ডল যদি সুযোগ পায় তিনি কেন পাবেন না। একটু ঘুরলেই দেখা যাবে বাংলার গ্রামে গঞ্জে বহু মানুষের মধ্যে লুকিয়ে আছে হাজারও প্রতিভা গলায় সুর থাকলেও যোগাযোগের কারণে সাফল্য পাচ্ছেনা অনেকেই। তেমনই একটি প্রতিভা লুকিয়ে  কাঁদছে নদিয়ার চাকদহের গোসাই পাড়ার বাসিন্দা বিপাশা দাস।
advertisement

সংসার কে বাঁচাতে চায়ের দোকান চালিয়ে কোনরকম জীবন যাপন করেন। কিন্তু প্রতিভাকে লুকিয়ে রাখতে নারাজ বিপাশা দেবী। খুব ছোট্ট বয়স থেকেই রেডিও এবং টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে লতা মঙ্গেশকরের গান শুনতেন। এরপর থেকেই লতা মঙ্গেশকরের সুরে গান গাইতে শুরু করলেন বিপাশা দেবী। সংসার জীবনে অনেক ঝড় বৃষ্টি কে অতিক্রম করেও নিজের প্রতিভা থেকে একফোঁটাও সরেননি তিনি। বৈবাহিক জীবনে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে বিপাশা দেবীকে। নিজের সন্তানদের মানুষ করে তোলার জন্য, স্বামীর রোজগার না থাকায় করতে হয়েছে চায়ের দোকান। চায়ের দোকান চালিয়ে নিজের প্রতিভাকে তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে গেছেন অনবরত। ভাঙ্গা ঘরে টালি চুইয়ে বৃষ্টির জল পড়লেও নিজের ইচ্ছে আকাঙ্ক্ষার কথা বুঝতে দেয়নি কখনো কাউকে। তবুও বাঁচিয়ে রেখেছেন নিজের প্রতিভাকে। লতা মঙ্গেশকরের সংগীতকে স্মরণ রেখে তারই সুরে চায়ের দোকান চালিয়ে গান গেয়ে চলেছেন অবিরাম। তিনি চাইছেন সংগীত জগতে কেউ তাকে একটু সুযোগ করে দিক। তাহলে তার প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারবেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

উল্লেখ্য এর আগেও নদীয়ার রানাঘাটের রানু মন্ডল রাতারাতি নেটদুনিয়ায় বিখ্যাত হয়ে যায় তার একটি গানের ভিডিও ঘিরে। এরপর তিনি অনেক সুযোগ পেয়েছিলেন তার প্রতিভা তুলে ধরার।

বাংলা খবর/ খবর/Local News/
রানু মন্ডলের পরে ভাইরাল চাকদহের লতাকণ্ঠী বিপাশা দাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল