TRENDING:

হতবাক হলেন বৃদ্ধা, কষ্ট থেকে মুক্তি দিয়ে 'প্রিয়জন' হয়ে উঠলেন বিডিও

Last Updated:

হতবাক হলেন বৃদ্ধা, কষ্ট থেকে মুক্তি দিয়ে 'প্রিয়জন' হয়ে উঠলেন বিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা:  ইয়াসের পর দীর্ঘদিন জলমগ্ন ছিল সুন্দরবনের ভাঙন কবলিত মৌসুনি দ্বীপ। ঘরবাড়ি হারিয়ে স্থানীয়দের ঠাঁই হয়েছিল ফ্লাড সেন্টারে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। এই দ্বীপেরই এক অশীতিপর বৃদ্ধা বিলাসিনী গিরী। বাসস্থান হারিয়ে কার্যত অসহায় হয়ে পড়েছিলেন। ছিল না গায়ে পড়ার কাপড়ও। নিরুপায় হয়ে ভেঙে পড়া বাড়ির বারান্দার উপরেই কোন মতে থাকতে হচ্ছিল তাঁকে। সেই খবর পাওয়া মাত্রই দ্বীপে ছুটে যান নামখানার বিডিও। কর্মীদেরকে সঙ্গে নিয়ে নিজেই বৃদ্ধার ঘর মেরামতির কাজে হাত লাগান । পরে বৃদ্ধার হাতে তুলে দেন বেশ কয়েকটি নতুন কাপড় ও সারা মাসের খাদ্য সামগ্রী। খোদ বিডিওকে বৃদ্ধার ঘর মেরামত করতে দেখে কার্যত তাজ্জব হয়ে যান স্থানীয়রা।
advertisement

দ্বীপের বাগডাঙা এলাকার বাসিন্দা বছর আশির বিলাসিনী দেবীর তিন ছেলে। স্বামীর মৃত্যুর পর থেকে মেজ ছেলের কাছে থাকতেন তিনি।  ইয়াসের পর হারিয়েছেন মাথা গোঁজার শেষ সম্বলটুকুও। কি ভাবে দিন কাটবে বুঝতেই পারছিলেন না তিনি। স্থানীয়দের মাধ্যমে সেই খবর গিয়ে পৌঁছয় নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুরের কাছে। সময় নষ্ট না করে, কিছু ত্রাণ সামগ্রী ও ত্রিপল নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বাগডাঙা এলাকায় গিয়ে দেখেন বারান্দায় জরাজীর্ণ অবস্থায় বসে রয়েছেন বৃদ্ধা। বিডিও প্রথমে বৃদ্ধার সঙ্গে কিছুক্ষণ গল্প করেন। তারপর কর্মীদেরকে নিয়ে বৃদ্ধার বাড়ি মেরামতির কাজে হাত লাগান। বৃদ্ধা তখনও বুঝতে পারেন নি বছর আঠাশের এই যুবক আসলে কে! পরে স্থানীয়দের মাধ্যমে বৃদ্ধা জানতে পারেন ওই যুবকটিই এলাকার বিডিও।  যুবকের আসল পরিচয় জানতে পেরে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন বৃদ্ধা। আসলে বয়সে এত তরুণ বিডিওকে আগে কখনও দেখেন নি বৃদ্ধা৷ তিনি নিজেই যে বাড়ি মারামাতিতে হাত লাগাবেন তা ভেবেই উঠতে পারেন নি বিলাসিনী দেবী। তাঁর কথায়, \'বিডিও সাহেব নিজে আমার বাড়ি মেরামত করে দিয়েছেন। বয়সে আমার নাতির মতই তিনি। এই খারাপ সময়ে আমাদের মত অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাঁকে আশীর্বাদ করি তিনি আরও বড় হন।\'   শান্তনু সিংহ ঠাকুর বলেন, \'স্কুলে পড়ার সময় থেকেই বাঁকুড়াতে অসহায় মানুষের জন্য সাধ্যমত কাজ করতাম। কিন্তু এখন বিডিও হওয়ার পর সরকারি সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত৷\'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/Local News/
হতবাক হলেন বৃদ্ধা, কষ্ট থেকে মুক্তি দিয়ে 'প্রিয়জন' হয়ে উঠলেন বিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল