TRENDING:

আশা ভোঁসলের সুপারহিট গানে যুবতীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে

Last Updated:

এই ছবিতে রয়েছে তারকার ছড়াছড়ি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফেসবুকে ঝড় তুললেন এক যুবতী, তিনি আশা ভোঁসলের জওয়ানি জানেমন হিসন দিলরুবা গানের সঙ্গে একটি ভিডিও শ্যুট করে সাড়া ফেলে দিয়েছেন ৷ ছবির নাম নমক হালাল, ছবিটির এই গানটিতে পারভিন ববি ও শশী কাপুর অভিনয় করেছেন ৷ এই গানে দেখি গিয়েছে অমিতাভ বচ্চন রঞ্জিৎ-ও ৷ ছবিতে রয়েছেন বিগবি অর্থাৎ অমিতাভ বচ্চন ও স্মিতা পাতিলও ৷
advertisement

এই গানটি আশা ভোঁসলে সেরা গানের ডালির অন্যতম সেরা গান ৷ নমক হালাল ছবিটি মুক্তি পেয়েছে ৩০ এপ্রিল ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল ৷ ছবির সপর দিয়েছেন বাপ্পি লাহিড়ি ৷ এই ছবির সংলাপ লিখেছিলেন কাদের খান ৷ প্রকাশ মেহরার নির্দেশনায় এক অনবদ্য ছবি উপহার পেয়েছিলেন দর্শকেরা ৷ এই সিনেমার আরও একটি গান আজ রপট যায়ে তো হামে না উটাইয়ো ৷ অ্যাকশন ও কমেডিতে ভরপুর ছবিটির প্রতিটি দৃশ্য বেশ মন কেড়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

এই গানেই এক যুবতী, তিনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত মুখ গানটিতে একটি ভিডিও শ্যুট করেছেন যা বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে ৷ রইল সেই ভিডিওটিই ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আশা ভোঁসলের সুপারহিট গানে যুবতীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে