নিত্যদিন তেলের ব্যবহার
অনেকেই মনে করেন প্রায় প্রতি দিন চুলে তেল মাখলে অনেক বেশি উপকার পাওয়া যাবে। এর মাধ্যমে চুলের বেশি গ্রোথ হবে। কিন্তু আসলে এর উল্টোটাই হচ্ছে। প্রতি দিন মাথায় তেল দেওয়ার ফলে স্কাল্প (Scalp) তৈলাক্ত হয়ে পড়ছে এবং বেশি মাত্রায় ধুলো-বালি জমতে সাহায্য করছে। এর ফলে মাথায় চুলকানির মতো সমস্যার সৃষ্টি হচ্ছে এবং বেশি মাত্রায় চুল পরে যাচ্ছে। প্রতি দিনের বদলে সপ্তাহে ২ থেকে ৩ দিন মাথায় তেল দেওয়ার পক্ষে আদর্শ।
advertisement
পাকা চুল তোলা
নিজেদের মাথার পাকা চুল তুলে ফেললেই চুলের গ্রোথ বেশি হবে, এটি একটি ভ্রান্ত ধারণা। প্রায়শই চুল পেকে যায় কিছু জেনেটিকাল ইস্যু (Genetical Issue), স্ট্রেস (Stress) ও অ্যাংইটি ডিজঅর্ডারের (Anxiety Disorder) ফলে।
আরও পড়ুন- ত্বকের পরিচর্যাতেও দারুণ মিষ্টি; সঙ্গে থাক চিনির এই ৮ ঘরোয়া স্ক্রাব!
বার বার ন্যাড়া হওয়া
আরেকটি ভ্রান্ত ধারণা হল বার বার ন্যাড়া হলেই চুলের গ্রোথ বেশি হবে। চুলের গ্রোথ হয় এবং সেটি জন্মায় ফলিকল থেকে, যেটি স্কাল্পের কিছুটা নিচে রয়েছে। তাই বারবার শেভ করলেও চুলের গ্রোথ বাড়া বা নতুন চুল গজানো সম্ভব নয়।
একই ব্র্যান্ডের শ্যাম্পু (Shampoo) ও কন্ডিশনারের (Conditioner) ব্যবহার
অনেকেই মনে করে একই ব্র্যান্ডের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করলেই চুলের গ্রোথ বেশি হবে এবং চুল পড়বে না। এক্ষেত্রে নিজের স্কাল্পে ও চুলে কোন ধরনের শ্যাম্পু ও কন্ডিশনার স্যুট করছে, সেটাই দেখে ব্যবহার করা উচিত।
বারবার চুল কাটা
অনেকেই মনে করে বার বার চুলের আগা কাটলেই চুলের গ্রোথ বেশি হবে। কিন্তু এর ফলেও চুলের কোনও উপকার হয় না।