এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশ তথা গোটা বিশ্বকে। ভূস্বর্গ ভ্রমণের স্বপ্ন দেখা পর্যটকরা এখন বাতিল করছেন নিজেদের পরিকল্পনা। কারণ ভ্রমণ বা ঘুরে বেড়ানো মনকে আনন্দ দেওয়ার জন্যই। মনে আতঙ্ক-আশঙ্কা নিয়ে কখনওই ভ্রমণের আনন্দ উপভোগ করা যায় না। সেই কারণে সকলেই নিরাপদ জায়গায় ঘুরে বেড়াতেই বেশি পছন্দ করেন। তাই আজকের প্রতিবেদনে আমরা বিশ্বের নিরাপদতম ১০টি দেশের কথা বলব, যেখানে পর্যটকরা নিশ্চিন্তে নিরাপদে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন।
advertisement
আইসল্যান্ড:
ভ্রমণের জন্য সবথেকে নিরাপদ ছবির মতো সাজানো সুন্দর এই দেশটি। এখানে তেমন কোনও ঝামেলা কিংবা দ্বন্দ্ব নেই।
আয়ারল্যান্ড:
এখানে অপরাধের হার অত্যন্ত কম। যার জেরে তা পর্যটকদের জন্য নিরাপদ জায়গা হয়ে উঠেছে।
অস্ট্রিয়া:
অস্ট্রিয়ায় সামাজিক স্থিতিশীলতা দুর্দান্ত। আর এখানকার নিরাপত্তাও রয়েছে নিয়ন্ত্রণে।
নিউজিল্যান্ড:
নিরাপত্তার নিরিখে চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। সামাজিক নিরাপত্তা এবং সুরক্ষা এখানে প্রচণ্ড গুরুত্ব পায়।
সিঙ্গাপুর:
সিঙ্গাপুরে যে কোনও ভ্রমণার্থী নিশ্চিন্তে নিরাপদে ভ্রমণ করতে যেতে পারেন। কারণ বিশ্বের মধ্যে ডিজিটাল ভাবে সবথেকে নিরাপদ দেশ এটিই।
স্যুইৎজারল্যান্ড:
একেবারে রূপকথার মতো সুন্দর ইউরোপের এই দেশটিতে ভ্রমণ করা বোধহয় বিশ্বের বহু মানুষের স্বপ্ন। আর এখানে অপরাধের হারও বেশ কম। তাই এটি ভ্রমণের জন্য একেবারে আদর্শ।
পোর্তুগাল:
মনে করা হয় যে, বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ এটি। সারা দুনিয়া থেকে ভ্রমণার্থীরা এই দেশের সৌন্দর্য উপভোগ করতে আসেন।
আরও পড়ুন-বেডরুমের ভিতরেই! দম্পতি যা করে ফেলল…, দরজা খুলতেই হাড়হিম সকলের
ডেনমার্ক:
ডেনমার্কের রাজনৈতিক ব্যবস্থা অত্যন্ত স্থিতিশীল। সেই কারণে এই দেশও বেশ শান্তিপূর্ণ। ফলে নিরাপদ দেশগুলির মধ্যে অষ্টম স্থানে রয়েছে ডেনমার্ক।
স্লোভেনিয়া:
ইউরোপের সাজানো-গোছানো সুন্দর মনোরম স্লোভেনিয়ায় অপরাধের হার অত্যন্ত কম। আর এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যও পর্যটকদের মুগ্ধ করে।
মালয়েশিয়া:
ভ্রমণের জন্য নিরাপদ মালয়েশিয়াও। কারণ এখানে দ্বন্দ্ব, ঝামেলা সেভাবে নেই বললেই চলে। আর দেশের সৌন্দর্যও পর্যটকরা নিশ্চিন্তে উপভোগ করতে পারেন।