TRENDING:

Xavier Uncle: কীভাবে জনপ্রিয় হলেন জেভিয়ার আঙ্কল? জানালেন ভাইরাল মিম নির্মাতা নিজেই

Last Updated:

Xavier Uncle: তিনি ফিরে গিয়েছেন পুরনো দিনে৷ ইন্টারনেট দুনিয়ায় তাঁর পা রাখার শুরুর দিনে৷ এ বার আরও একবার তাঁর ট্যুইট ঝড় তুলেছে ইন্টারনেটে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যাঁরা ইন্টারনেট তথা সোশ্যাল মিডিয়ায় সড়গড়, তাঁরা জেভিয়ার আঙ্কলকে চিনতে ভুল করেন না৷ ট্যুইটারে মিম পেজ ‘জেভিয়ার আঙ্কল’-এর আলাদা করে কোনও পরিচয় প্রয়োজন হয় না৷ যে কোনও পোস্টে তাঁর ছক ভাঙা উত্তর একাধিক সময়ে মিম মেটিরিয়ালে পরিণত হয়েছে৷ তাঁর ট্যুইটার পেজের ফলোয়ার সংখ্যা ১০০ হাজারের বেশি৷ এখন তিনি ফিরে গিয়েছেন পুরনো দিনে৷ ইন্টারনেট দুনিয়ায় তাঁর পা রাখার শুরুর দিনে৷ এ বার আরও একবার তাঁর ট্যুইট ঝড় তুলেছে ইন্টারনেটে৷ নিজের ট্যুইটার প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি৷ জানিয়েছেন ২০১৫ সালে তিনি ট্যুইটারে যোগ দিয়েছেন৷
advertisement

অনুরাগীদের জানিয়েছেন কেন তিনি নিজের অ্যাকাউন্ট শুরু করেছিলেন৷ তিনি লেখেন ‘‘আমরা কি ভাল অংশকে বাদ দিয়ে রাখতে পারি? না, কারণ সেখানেই এমন কিছু অপেক্ষা করে থাকে যা আমাদের সেরা অংশের দিকে নিয়ে যায়৷ ২০১৫ সালে এই অ্যাকাউন্ট শুরু করেছিলাম কিছু অর্থহীন জিনিস ট্যুইট করার জন্য৷ পাশে পেয়েছিলাম বন্ধুত্বপূর্ণ কিছু হাল্কা মনের মানুষকে৷ তবে আমার মূলধন ছিল আমার মন্তব্য৷’’ এটা তাঁকে পরম তৃপ্তি দিয়েছিল বলেই জানান জেভিয়ার আঙ্কল৷

advertisement

আরও পড়ুন :  প্রাচীন মূর্তিতে সেফ্টিপিন, সিন্ধু সভ্যতার নকল ষাঁড় ও রাজস্থানি খাবারে রহস্য জমজমাট, একেনবাবু একাই একশো

তিন বছর এভাবে চলার পর জনপ্রিয়তা সত্ত্বেও ট্যুইটার থেকে মুখ ফিরিয়ে নেন তিনি৷ মন দেন কেরিয়ারে৷ কিন্তু বেশিদিন মুখ ফিরিয়ে থাকতে পারেননি৷ আবার ট্যুইটারে ফিরে আসেন ২০২০ সালে৷ যখন করোনাভাইরাসে আক্রান্ত সারা পৃথিবী৷

advertisement

সামাজিক মাধ্যমে ফিরে আসার দ্বিতীয় ইনিংসেও জেভিয়ার আঙ্কল সফল৷ জানান, নামী মিম পেজে ইতিমধ্যেই তিনি উজ্জ্বল৷ অনেক সেলেব্রিটি তাঁকে ফলো করেন৷ তবে রয়ে গিয়েছে আক্ষেপও৷ কারণ পঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া তাঁকে ফলো করেন না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

কিন্তু এত কাণ্ডের পরও রয়ে গেল সেই অমোঘ প্রশ্ন৷ জেভিয়ার আঙ্কল আদতে কে? কী তাঁর পরিচয়? জানতে উদগ্রীব তাঁর ফলোয়াররাও৷ কিন্তু সুকৌশলে সেই প্রশ্ন এড়িয়ে উত্তর, তাঁর পরিচয় ক্রমশ প্রকাশ্য৷ যাই হোক, তাঁর সেই ট্যুইটও দেখা হয়েছে কয়েক লক্ষ বার৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Xavier Uncle: কীভাবে জনপ্রিয় হলেন জেভিয়ার আঙ্কল? জানালেন ভাইরাল মিম নির্মাতা নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল