অনুরাগীদের জানিয়েছেন কেন তিনি নিজের অ্যাকাউন্ট শুরু করেছিলেন৷ তিনি লেখেন ‘‘আমরা কি ভাল অংশকে বাদ দিয়ে রাখতে পারি? না, কারণ সেখানেই এমন কিছু অপেক্ষা করে থাকে যা আমাদের সেরা অংশের দিকে নিয়ে যায়৷ ২০১৫ সালে এই অ্যাকাউন্ট শুরু করেছিলাম কিছু অর্থহীন জিনিস ট্যুইট করার জন্য৷ পাশে পেয়েছিলাম বন্ধুত্বপূর্ণ কিছু হাল্কা মনের মানুষকে৷ তবে আমার মূলধন ছিল আমার মন্তব্য৷’’ এটা তাঁকে পরম তৃপ্তি দিয়েছিল বলেই জানান জেভিয়ার আঙ্কল৷
advertisement
আরও পড়ুন : প্রাচীন মূর্তিতে সেফ্টিপিন, সিন্ধু সভ্যতার নকল ষাঁড় ও রাজস্থানি খাবারে রহস্য জমজমাট, একেনবাবু একাই একশো
তিন বছর এভাবে চলার পর জনপ্রিয়তা সত্ত্বেও ট্যুইটার থেকে মুখ ফিরিয়ে নেন তিনি৷ মন দেন কেরিয়ারে৷ কিন্তু বেশিদিন মুখ ফিরিয়ে থাকতে পারেননি৷ আবার ট্যুইটারে ফিরে আসেন ২০২০ সালে৷ যখন করোনাভাইরাসে আক্রান্ত সারা পৃথিবী৷
সামাজিক মাধ্যমে ফিরে আসার দ্বিতীয় ইনিংসেও জেভিয়ার আঙ্কল সফল৷ জানান, নামী মিম পেজে ইতিমধ্যেই তিনি উজ্জ্বল৷ অনেক সেলেব্রিটি তাঁকে ফলো করেন৷ তবে রয়ে গিয়েছে আক্ষেপও৷ কারণ পঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া তাঁকে ফলো করেন না৷
কিন্তু এত কাণ্ডের পরও রয়ে গেল সেই অমোঘ প্রশ্ন৷ জেভিয়ার আঙ্কল আদতে কে? কী তাঁর পরিচয়? জানতে উদগ্রীব তাঁর ফলোয়াররাও৷ কিন্তু সুকৌশলে সেই প্রশ্ন এড়িয়ে উত্তর, তাঁর পরিচয় ক্রমশ প্রকাশ্য৷ যাই হোক, তাঁর সেই ট্যুইটও দেখা হয়েছে কয়েক লক্ষ বার৷