বলা হয়, এই জলে মেশানো থাকে ৫ গ্রাম ২৪ ক্যারেটের খাঁটি সোনা৷ এর ফলে জলের ক্ষারকীয়ত্ব বৃদ্ধি পায়৷ তাছাড়া বলা হয় প্রতি বোতলে বিশ্বের তিনটি অংশ থেকে জল ভরা হয়৷ এই তিনটি অংশের একটি হল ফ্রান্সের বিশেষ একটি ঝরনা, ফিজির এক বিশেষ প্রস্রবণ এবং তৃতীয় উৎস হল আইসল্যান্ডের হিমবাহ৷ এক দশকেরও বেশি সময় আগে ২০১০-এর ৪ মার্চ এক বোতল অ্যাকোয়া দি ক্রিস্তালো ট্রিবুতো আ মোদিগিলানি নিলামে বিক্রি হয়েছিল ৬০ হাজার মার্কিন ডলারে৷ ভারতীয় মুদ্রায় যা ৪৯ লক্ষেরও বেশি৷
advertisement
এই জলের আধার যে বোতল সেটি ডিজাইন করেছেন ফার্নান্দো আলতামিরানো৷ তাঁর নক্সায় তৈরি বোতলেই থাকে মহার্ঘ্য পানীয় হেনরি ফোর হেরিটেজ ডুডোগনিয়ঁ কনিয়াক৷ এছাড়াও আছে আরও একটি বহুমূল্য পানীয়৷ জাপানের কোনা নিগারি৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ফিট গভীরতায় সংগৃহীত এই জল খনিজসমৃদ্ধ৷ বলা হয় এমন খনিজ এতে আছে, যা ওজন কমাতে সাহায্য করে৷
কোনা নিগারির ৭৫০ মিলিলিটার বোতলের দাম ৪০২ মার্কিন ডলার৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ হাজার টাকা৷ এক লিটারের বতোলের দাম ৪৪ হাজার টাকা৷ গভীর সমুদ্রে থাকা ইলেকট্রোলাইটসে সমৃদ্ধ এই পানীয়৷
