TRENDING:

World Music Day 2021: আইসোলেশনে থাকুন বা কাজের মাঝে, মন ভালো রাখবে এই গানের ডালি!

Last Updated:

মনখারাপের দিনে সবার সঙ্গী হতে পারে ইরশাদ কামিলের লেখায় এ আর রহমান, জাভেদ আলি (Javed Ali) এবং মোহিত চৌহানের (Mohit Chauhan) গাওয়া রকস্টার (Rockstar) ছবির এই গান, যা জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ইংরেজিতে বললে ওয়ার্ল্ড মিউজিক ডে (World Music Day)! আর ফরাসি ভাষায় বললে ফেতে দে লা মিউজিক (Fete de la Musique)! এই প্রসঙ্গ উত্থাপনের কারণ একটাই, ১৯৮২ সালে ফরাসি দেশে শিল্প এবং সংস্কৃতি মন্ত্রী জ্যাক লাঞ্জের (Jack Lange) অনুমোদনে শুরু হয়েছিল সুরের এই বার্ষিকী উদযাপনের রেওয়াজ। প্রতি বছর গ্রীষ্ম বিষুব বা ২১ জুন এই দিন উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরে সমাদৃত হয় সারা বিশ্বে।
advertisement

এই উপলক্ষ্যে News18-এর তরফ থেকে রইল কিছু বাছাই গানের তালিকা, যা এই দুর্যোগের কালে ভাইরাসের সংক্রমণে আইসোলেশনে হোক বা কর্মব্যস্ত মুহূর্তে, ছড়িয়ে দেবে মনে খুশির আলো, মন ভালো করে তুলবে!

১. ইলাহি (Ilahi)

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (Yeh Jawani Hai Deewani) ছবির এই গানের সুর দিয়েছেন প্রীতম (Pritam), লিখেছেন অমিতাভ ভট্টাচার্য (Amitabh Bhattacharya)। গেয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। বাঙালির শিল্পবোধে মগ্ন এই সুরের ধারা যে কারও মন ভালো করতে সক্ষম!

advertisement

২. পিয়া ঘর আয়া (Piya Ghar Aaya)

বাবা বুল্লে শাহর (Baba Bulleh Shah) এই সুফি গানের কথা এবং সুর মনে শান্তি আনে, এক অতীন্দ্রিয় জগতে শ্রোতাকে নিয়ে যায় ফরিদ আয়াজ (Fareed Ayaz), আবু মহম্মদ কাওয়াল (Abu Muhammad Qawwal) এবং ভাইদের গায়কি।

advertisement

৩. ছাপ তিলক (Chaap Tilak)

সুফি গানের প্রসঙ্গ উঠলে আমির খসরুকে (Amir Khusrow) বাদ দেওয়া যায় না। মধ্যযুগীয় এই সাধকের গান গেয়েছেন সুফিগীতি সম্রাজ্ঞী আবিদা পরভিন (Abida Parveen) এবং বর্তমানে জনপ্রিয় রাহত ফলে আলি খান (Rahat Fateh Ali Khan) উভয়েই। কেমন হয়, যদি উভয় শিল্পীর একত্র পরিবেশনার সাক্ষী থাকা যায়?

advertisement

৪. সুরজ কি বাহোঁ মে (Sooraj Ki Baahon Mein)

শঙ্কর এহসান লয়ের (Shakar Ehsaan Loy) সুরে, জাভেদ আখতারের (Javed Akhtar) কথায় জিন্দগি না মিলেগি দোবারা (Zindagi Na Milegi Dobara) ছবির জন্য এই গান গেয়েছিলেন ডি সেরেজো (D Cerejo), ক্লিনটন সেরেজো (Clinton Cerejo) এবং লয় মেন্দোসা (Loy Mendonsa) যা বন্ধুত্বের উদযাপনের মুহূর্ত রচনা করবে সামাজিক দূরত্বের দিনেও।

advertisement

৫. পটাখা গুড্ডি (Patakha Guddi)

ইরশাদ কামিলের (Irshad Kamil) কথা এবং এ আর রহমানের (A.R Rahman) সুরে-গায়কিতে হাইওয়ে (Highway) ছবির এই গান লকডাউনের দিনেও নিয়ে আসবে মুক্ত জীবনের স্বাদ।

৬. কুন ফায়া কুন (Kun Faya Kun)

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মনখারাপের দিনে সবার সঙ্গী হতে পারে ইরশাদ কামিলের লেখায় এ আর রহমান, জাভেদ আলি (Javed Ali) এবং মোহিত চৌহানের (Mohit Chauhan) গাওয়া রকস্টার (Rockstar) ছবির এই গান, যা জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
World Music Day 2021: আইসোলেশনে থাকুন বা কাজের মাঝে, মন ভালো রাখবে এই গানের ডালি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল