ব্রাজিলের এক অন্তস্বত্তা মহিলার রক্তে প্রথম পাওয়া যায় এই ভাইরাস ৷ চিকিৎসকদের গবেষণা থেকে জানা গিয়েছে, জঙ্গলের এক ধরণের মশাই বয়ে নিয়ে বেরাচ্ছে
এই ভাইরাস ৷ প্রাথমিকভাবে ডেঙ্গু জ্বরের মতোই জিকা জ্বরের লক্ষণ, কিন্তু গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডেঙ্গুর থেকে অনেকবেশি খতরনাক এই জিকা ভাইরাস ৷ মূলত, অন্তস্বত্তা মহিলাদের মধ্যেই ধরা পড়ছে এই জিকা ভাইরাস ৷ যা নষ্ট করে দিচ্ছে নব্যজাতের জীবন ৷ জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে বাচ্চাদের মানসিক বিকাশ বিঘ্নিত হচ্ছে মায়ের পেটে থাকার সময়ই ৷
advertisement
ইতিমধ্যে আমেরিকার ২১ টি দেশে ছড়িয়ে পড়েছে এই জিকা ৷ প্রায় ৪ হাজার অন্তস্বত্তা মহিলা ও বাচ্চা আক্রান্ত হয়েছে এই জিকা ভাইরাসে ৷ তবে শুধু আমেরিকা নয়, ভারতের কপালেও চিন্তার ভাজ ফেলতে পারে এই জিকা ভাইরাস ৷ দিল্লির মেডিকাল রিসার্চ কাউন্সিল জানিয়েছে, ‘ভারতকে আগে থেকেই সতর্ক থাকতে হবে ৷ এই দেশের অন্তস্বত্তা মহিলারা এই মুহূর্তে আমেরিকা না গেলেই ভালো ৷’