TRENDING:

Women Solo Trip: একা ঘুরুন, আবিষ্কার করুন নিজেকে! ব্যাগে রাখুন মহিলাদের এই অত্যাবশ্যক জিনিসগুলি

Last Updated:

Women Solo Travel: নিজের সঙ্গে সময় কাটাতে হলে এবং পৃথিবীকে জানতে হলে একা ঘোরার বিকল্প নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: একা একা ঘুরতে যাওয়ার মজাই আলাদা! দঙ্গল বেঁধে হুজ্জোতি মাঝে মধ্যে ভালো লাগলেও নিজের সঙ্গে সময় কাটাতে হলে এবং পৃথিবীকে জানতে হলে একা ঘোরার বিকল্প নেই। একা ঘুরে যে উপলব্ধি আর অভিজ্ঞতা সঞ্চয় হয় তা সারা জীবনের পাথেয়। আর এই করোনাকালে গৃহবন্দিত্ব থেকে হাঁপিয়ে গিয়ে মন তো চাইছেই পালাতে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে একা ঘোরার প্রবণতা ক্রমেই বাড়ছে।
advertisement

নতুন জায়গা খোঁজা, সেখানে নিজের মতো করে সময় কাটানো আসলে নিজেকে নতুন করে আবিষ্কার করা। ভেতরে ভেতরে অদ্ভুত ভালোলাগা আর সাহসের জন্ম দেয় এই ভ্রমণ। তবে মহিলাদের এখনও বাড়তি নিরাপত্তার কথা ভাবতেই হয়। তাই একা ঘুরতে যেতে হলে (Women Solo Traveller) জামাকাপড় ছাড়াও আপনার ব্যাগে অবশ্যই কী কী প্যাক করতে হবে দেখে নিন।

advertisement

আরও পড়ুন- আসছে প্রেমের সপ্তাহ! প্রিয় মানুষের জন্য কীভাবে সাজিয়ে রাখবেন গোলাপ বা চুম্বন?

একা একা (Women Solo Traveller) নিরাপদে ঘুরতে ইচ্ছা করলে নিজের ব্যাগে এই জিনিসগুলি ভুলবেন না-

  • একগাদা জিনিস নিয়ে ব্যাগ ভারী করার মানে নেই। তাই নিশ্চিত করুন ঠিক কতদিনের জন্য ঘোরার প্ল্যান করছেন। যদি দুই মাসেরও বেশি বাইরে থাকার কথা ভাবেন তাহলে অনেক কিছুই দরকার পড়বে, আর সপ্তাহখানেকের জন্য হলে ছোট্ট হবে ব্যাগ। তবে একটা কথা মাথায় রাখবেন, ঘুরতে গেলে বাড়ির জন্য বন্ধুদের জন্য জিনিস তো কিনবেনই! তাই ব্যাগে পর্যাপ্ত জায়গা ছেড়ে রাখবেন।
  • advertisement

  • নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনের ওষুধ, পোশাক বা নিরাপত্তার অন্যান্য কিছু সঙ্গে রাখবেন।
  • ব্যাগে ব্যাটারি ব্যাকআপ এবং হেডফোন রাখতে ভুলবেন না কখনই। ফোনের ব্যাটারি ফুরিয়ে গেলে যাতে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে সহজেই চার্জ করতে পারেন সেই ব্যবস্থা রাখুন। দূরের রাস্তা পাড়ি দেবেন আর গান শুনবেন না তা কি হয়? সুতরাং হেডফোন নিতে তো ভুলবেনই না!
  • advertisement

  • মহিলাদের ক্ষেত্রে অত্যাবশ্যক হল স্যানিটারি প্যাড। ফলে পেপার সোপ, ওষুধ, ব্যান্ডেজ ইত্যাদির মতো প্রয়োজনীয় জিনিসগুলি একটা ব্যাগে ভরে ফেলুন৷ আর এই মহামারীকালীন পরিস্থিতিতে তো স্যানিটাইজার আর মাস্ক ভুলবেনই না একদম৷

আরও পড়ুন- শুধু প্রেমই ঘন করে না, শরীর মন চাঙ্গা রাখতেও চকলেটের উপকারিতা অসীম

    advertisement

  • বেড়াতে যাচ্ছেন, হালকা মেকআপ তো করবেনই। ব্যাগে বডি লোশন, সিরাম, সানস্ক্রিন, লিপবাম, লিপস্টিক, কাজল ইত্যাদির মতো প্রয়োজনীয় জিনিসগুলি নিতে ভুলবেন না।
  • একা বেড়াতে হলে নিরাপত্তার জন্য অবশ্যই নিজের ব্যাগে লাগেজ ট্র্যাকার রাখতে হবে। চুরি বা হারানোর ভয় থেকে রেহাই মিলবে তাতে। ব্যাগ হারিয়ে গেলে কোথায় আছে তা খুঁজে বের করতে পারবেন সহজেই।
  • গুরুত্বপূর্ণ পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, করোনা টিকার শংসাপত্র ইত্যাদি সঙ্গে নিতে ভুলবেন না।
  • সেরা ভিডিও

    আরও দেখুন
    কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
    আরও দেখুন

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Women Solo Trip: একা ঘুরুন, আবিষ্কার করুন নিজেকে! ব্যাগে রাখুন মহিলাদের এই অত্যাবশ্যক জিনিসগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল