TRENDING:

ভাগ্য সঙ্গ দিচ্ছে না ! আজ থেকেই শুরু করুন এই মন্ত্র পাঠ

Last Updated:

শাস্ত্রে রয়েছে শিব বিশ্বের সৃষ্টিকর্তা ৷ তিনিই সব ৷ মানুষের মনন থেকে, চিন্তন সবেতেই শিব৷ তাই শিবের উপাসনাতেই পাওয়া যায় শ্রেষ্ঠত্ব !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শাস্ত্রে রয়েছে শিব বিশ্বের সৃষ্টিকর্তা ৷ তিনিই সব ৷ মানুষের মনন থেকে, চিন্তন সবেতেই শিব৷ তাই শিবের উপাসনাতেই পাওয়া যায় শ্রেষ্ঠত্ব ! আর সেই কারণেই, হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, মানবিক বল পেতে, ভাগ্যেকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসত, শিবের মন্ত্র জপ খুবই কাজ দেয় ৷
advertisement

"ওম নম ভগবতে রুদ্রায়ও"। এটি জপ করলে দেখবেন শান্তি, সমৃদ্ধি পাবেন, সুখ পাবেন। তবে মন্ত্রটি পাঠ করার আগে কিছু নিয়ম মানতে হয়।

১. স্নান করার পর পরিষ্কার জামা কাপড় পরে কম করে ১০৮ বার এই মন্ত্রটি পাঠ করতে হবে। শাস্ত্রে লেখা আছে এমনটা প্রতিদিন করলে মনের ইচ্ছা সব পূরণ হবে, সেই সঙ্গে জীবনে শান্তি ফিরে আসবে।

advertisement

২. ভগবান শিবের ছবিকে সামনে রেখে মন্ত্রটি পাঠ করবেন।

৩. দেবাদিদেবের পছন্দের ফুলে তাকে সাজিয়ে তুলবেন। তার পরে মন্ত্রটা পাঠ করা শুরু করবেন।

৪. সময়ের সঙ্গে সঙ্গে জপের সময় বাড়াবেন।

আরও পড়ুন 

ঘরের এই দিক খোলা রাখলে বংশ বৃদ্ধি হবে, বাড়বে গৃহস্বামীর আয়ু

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এই মন্ত্র প্রতিদিন জপ করলে আমাদের পাপ এবং দোষ সব ধুয়ে যাবে। মস্তিষ্কের ক্লান্তি দূর হবে । শুধু তাই নয়, ডিপ্রেশন কমাতেও এই মন্ত্রটি দারুনভাবে সাহায্য করে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ভাগ্য সঙ্গ দিচ্ছে না ! আজ থেকেই শুরু করুন এই মন্ত্র পাঠ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল