তবে শুধু মজা আর খাওয়াদাওয়ার কথা ভাবলেই তো হবে না। নিজেকে নয়নমনোহর রূপে উপস্থাপিত করার জন্য ত্বকের যত্নও নিতে হবে। ভিতরের দীপ্তিকে বের করে আনার এটাই তো সর্বোত্তম সময়। প্রতীকী ছবি ৷
advertisement
ত্বকচর্চার জন্য বিয়ের অনুষ্ঠানই তাই অজুহাত হোক। ব্যস্ত এবং সীমিত সময়ের মধ্যে কিছু সহজ টিপস মেনে চললেই হয়ে ওঠা যাবে কনের মতোই উজ্জ্বল। প্রতীকী ছবি ৷
ক্লিনজিং মাস্ট: বিউটি প্রোডাক্ট সঠিকভাবে কাজ করার জন্য ক্লিনজিং আবশ্যক। ভাল মেকআপের জন্যও পরিষ্কার মুখ দরকার। নোংরা এবং ময়লা থেকে পরিত্রাণ পেতে প্রতি রাতে বিছানায় যাওয়ার আগে হালকা ক্লিনজার ব্যবহার করতে হবে। প্রতীকী ছবি ৷
খেয়াল রাখতে হবে ত্বকে যাতে সকালের মেকআপ লেগে না থাকে। শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজিং ক্লিনজার এবং তৈলাক্ত ত্বকের জন্য জেল ভিত্তিক ক্লিনজার বেছে নেওয়া যায়। প্রতীকী ছবি ৷
এ জন্য কফি পাউডার এবং অলিভ অয়েল মিশিয়ে মুখে ২ থেকে ৪ মিনিট মাসাজ করতে হবে। তারপর মুখ ধুয়ে লাগাতে হবে ময়েশ্চারাইজার। প্রতীকী ছবি ৷
এরপর ২০ মিনিট অপেক্ষা করতে হবে। মাস্ক অর্ধেক শুকিয়ে এলে আঙুল দিয়ে ত্বকে মাসাজ করতে হবে। তারপর জলে ধুয়ে ফেললেই হবে। এই ফেসিয়াল তাৎক্ষণিকভাবে ত্বককে উজ্জ্বল করে এবং স্বাস্থ্যকর আভা এনে দেয়। প্রতীকী ছবি ৷
ফেসিয়াল অয়েল দিয়ে মুখে মাসাজ: ফেসিয়াল অয়েলে বেশ কিছু শক্তিশালী উপাদান রয়েছে যা ত্বকে বিস্ময়কর কাজ করে। এ জন্য কুমকুমাদি তৈলমের মতো ফেসিয়াল অয়েল বেছে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রতীকী ছবি ৷
এটা যে কোনও দাগ দূর করতে সাহায্য করে। তাছাড়া মাসাজ করলে মুখে রক্ত সঞ্চালন বাড়ে। ফলে মুখের স্বাভাবিক আভা ফিরে আসে ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
ত্বকে পুষ্টি: ময়েশ্চারাইজার লাগানো বন্ধ করা যাবে না। হাইলুরোনিক অ্যাসিডযুক্ত হাইড্রেটিং ময়েশ্চারাইজার লাগাতে হবে। এটা ত্বকে আর্দ্রতা ধরে রাখে। ত্বককে তরতাজা করে। প্রতীকী ছবি ৷
এছাড়াও, মুখকে হাইড্রেট এবং সতেজ করতে গোলাপ জলের স্প্রে ব্যবহার করা যায়। এছাড়াও ভিতর থেকে নিজেকে পুষ্ট করার জন্য প্রচুর পরিমাণে জল পান করতে হবে। প্রতীকী ছবি ৷
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন । প্রতীকী ছবি ৷