TRENDING:

শহরের উষ্ণতা মাপতে হাজির শুভা মিত্রের উইন্টার কালেকশন

Last Updated:

সেরকমই এক ব্যবস্থা করেছেন জনপ্রিয় ডিজাইনার শুভা মিত্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শহরে এখন শীত শীত ভাব ৷ হেমন্তের ঝরে যাওয়া পাতা উড়িয়ে তিলোত্তমায় এখন অন্য হাওয়া ৷ যে হাওয়ায় মন কখনও ফুরফুরে, তো কখনও প্রেমে, আদুরে মাখামাখি ৷ আর সেই প্রেম,আদর, হেমন্তের শীতল হাওয়া এসে ধরা দেয় আপনার পোশাকে, তাহলে কেমন হয় বলুন তো?
advertisement

সেরকমই এক ব্যবস্থা করেছেন জনপ্রিয় ডিজাইনার শুভা মিত্র ৷ তাঁর বুটিক শুভা ডিজাইন স্টুডিও এবার সেজে উঠেছে বোহো উইন্টার কালেকশনে ৷ ব্লক এবং ডিজিটাল প্রিন্ট মিলে মিশে শুভার ডিজাইন করা পোশাক একেবারেই নজর কাড়া ৷ দাম? মাত্র ১৫০০ শুরু ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শহরের উষ্ণতা মাপতে হাজির শুভা মিত্রের উইন্টার কালেকশন