TRENDING:

West Medinipur News: দুই ভাষার সেতুবন্ধন, ওড়িয়া সাহিত্য বাংলায় অনুবাদে অনন্য শিক্ষক তরুণ সিংহ মহাপাত্র

Last Updated:

দুই রাজ্য, দুই ভাষা ও দুই সংস্কৃতির সংযোগস্থলে দাঁড়িয়ে নিজের কর্মজীবনের পাশাপাশি ভাষা ও লোকসংস্কৃতির এক অনন্য সাধনায় নিজেকে নিয়োজিত রেখেছেন শিক্ষক তরুণ সিংহ মহাপাত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার আমলাশুলিতে, তবে চাকরিসূত্রে গত ১৭ বছর ধরে বাংলা–ওড়িশা সীমান্তবর্তী দাঁতন এলাকার বাসিন্দা। দুই রাজ্য, দুই ভাষা ও দুই সংস্কৃতির সংযোগস্থলে দাঁড়িয়ে নিজের কর্মজীবনের পাশাপাশি ভাষা ও লোকসংস্কৃতির এক অনন্য সাধনায় নিজেকে নিয়োজিত রেখেছেন শিক্ষক তরুণ সিংহ মহাপাত্র। বিষয় বাংলা হলেও, তাঁর কাজের পরিধি ছড়িয়ে পড়েছে ওড়িয়া ভাষা ও সাহিত্যে।
advertisement

২০০৭ সালে দাঁতনের ঘোলাই উদয় ভারতী হাইস্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন তরুণ সিংহ মহাপাত্র। সেখানেই প্রথম পরিচয় সীমান্ত বাংলার মিশ্র সংস্কৃতির সঙ্গে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী বাংলাভাষী হলেও দৈনন্দিন জীবনে ওড়িয়া ভাষার ব্যাপক ব্যবহার তাঁকে ভাবিয়ে তোলে। লোকসংস্কৃতি নিয়ে পড়াশোনার সূত্রে ভাষার এই ব্যবধানই হয়ে ওঠে বড় বাধা। সেই বাধা কাটাতেই নিজের আগ্রহ ও চেষ্টায় ধীরে ধীরে ওড়িয়া ভাষা রপ্ত করতে শুরু করেন তরুণ সিংহ মহাপাত্র।

advertisement

শিক্ষকতা, পরিবার ও সংসারের দায়িত্ব সামলে এই ভাষাচর্চাই একসময় তাঁকে নিয়ে যায় অনুবাদের পথে। সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই প্রখ্যাত সাহিত্যিক পদ্মশ্রী মনোজ দাসের একাধিক ওড়িয়া ছোটগল্প  বাংলায় অনুবাদ করেন। এই কাজের ক্ষেত্রে স্বয়ং মনোজ দাসের সান্নিধ্য ও উৎসাহও পেয়েছিলেন তিনি। পাশাপাশি, ওড়িয়া সাহিত্যের আরও এক বিশিষ্ট লেখক শ্রীকান্ত চরণ পাত্রের গল্পও বাংলায় অনুবাদ করেন তরুণ সিংহ মহাপাত্র। ওড়িয়া থেকে বাংলা ভাষায় অনূদিত দুটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। এর আগেও লোকসংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘লোকভাষ’ তিনি দু’বার সম্পাদনা ও প্রকাশ করেন। বিভিন্ন সময়ে অনূদিত ওড়িয়া ছোটগল্প ছাপা হয়েছে একাধিক পত্রপত্রিকায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কালনায় সরস্বতী পুজোয় বিশেষ আকর্ষণ অশ্বমেধের ঘোড়া! সবচেয়ে উঁচু প্যান্ডেল
আরও দেখুন

নিজের জন্মভূমি, যেখানে ওড়িয়া ভাষার তেমন প্রচলন নেই, কর্মসূত্রে সীমান্ত এলাকায় এসে সেই ভাষাকে আপন করে সাহিত্যের সেতুবন্ধন গড়ে তোলা সহজ কাজ নয়। নিঃস্বার্থ আগ্রহ ও নিরলস পরিশ্রমেই সেই ‘অসাধ্য সাধন’ করে দেখিয়েছেন শিক্ষক তরুণ সিংহ মহাপাত্র।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
West Medinipur News: দুই ভাষার সেতুবন্ধন, ওড়িয়া সাহিত্য বাংলায় অনুবাদে অনন্য শিক্ষক তরুণ সিংহ মহাপাত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল